পুণে: ঠিক ১১ দিনের মাথায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। যদিও পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে এলে মনেই হবে না যে, ফাইনালের কোনও তাপ উত্তাপ রয়েছে শহরে। না থাকারই কথা। কারণ, বুধবার এই মাঠে মুখোমুখি যে দুই দেশ, সেই ইংল্যান্ড ও নেদারল্যান্ডস (ENG vs NED) অনেক আগেই বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে।


ইংল্যান্ড শিবিরের যা অবস্থা, তাতে বিশ্বকাপ শেষ হলে যেন হাঁফ ছেড়ে বাঁচেন জস বাটলাররা। ৭ ম্যাচে একটিমাত্র জয়। ইংল্যান্ডের ভাঁড়ারে মাত্র ২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে, এমনকী, নেদারল্যান্ডসেরও নীচে তারা। বিশ্বকাপে আর ২ ম্যাচ বাকি ইংল্যান্ডের। বুধবার পুণেতে ডাচদের বিরুদ্ধে। আর শনিবার ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ঘোরতর সংশয়। কারণ, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে প্রথম সাতে থাকা সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইংল্যান্ডের খেলার সম্ভাবনা কমছে। শেষ দুই ম্যাচের দুটিতে জিততেই হবে ইংল্যান্ডকে।


ইংরেজ অধিনায়ক জস বাটলার স্বীকার করে নিয়েছেন, তাঁর অফ ফর্ম ভুগিয়েছে দলকে। এই ম্যাচে ইংল্যান্ড পাবে না মার্ক উডকে। হাঁটুতে চোট রয়েছে তাঁর। সুযোগ পেতে পারেন গাস অ্যাটকিনসন। বাইরে রাখা হতে পারে বেন স্টোকসকেও।


অন্যদিকে, বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস প্রমাণ করে দিয়েছে, নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলকে নাস্তনাবুদ করতে পারে তারা। যোগ্যতা অর্জনকারী পর্বে তিনটি টেস্ট খেলিয়ে দেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছিলেন ডাচরা। ওয়েস্ট ইন্ডিজ়, আয়ার্ল্যান্ড ও জ়িম্বাবোয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধেও তাদের হিসাবের বাইরে রাখা যাবে না।


চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনকেই এখন পাখির চোখ করছেন ইংরেজ ক্রিকেটারেরা। মঈন আলি বলেছেন, '২ বছর পরের টুর্নামেন্টে হয়তো নতুন ছেলেরা সুযোগ পাবে। তবে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করাটাই আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন গুরুত্ব পাচ্ছে ডাচ শিবিরেও। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, 'বাকি দুটি ম্যাচ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।'


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial