আমদাবাদ : বিশ্বকাপ (World Cup 2023) হাজির বিজনেস এন্ডে। কার্যত পাকা সেমিফাইনালিস্টরাও। যদিও শেষলগ্নে এসে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই জারি ব্যাটারদের মধ্যে শেরার শিরোপা পাওয়া ঘিরে। রানের অঙ্কে জারি রয়েছে সাপ-লুডোর খেলা। আফগানিস্তান ম্যাচে অর্ধশতরান ফসকালেও ফের একবার চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। রচিন রবীন্দ্র, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, খুব একটা পিছিয়ে নেই কেউই। 


আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলের ইনিংসের মাঝে জোড়া চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। আর যে ৪১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে ৯ ম্যাচের শেষে ৫৯১ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন প্রোটিয়া ব্যাটার। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ টি শতরান রয়েছে ডি ককের। সর্বোচ্চ ১৭৪ রান।


চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দু'নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজ়িল্যান্ডের ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৫৬৫ রান। ৩ টি শতরান ও ২ টি অর্ধশতরান ইতিমধ্যে চলতি বিশ্বকাপে হাঁকিয়ে ফেলেছেন রচিন। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ঠিক পরেই রানের বিচারে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ ম্যাচের শেষে কোহলি এখনও পর্যন্ত ৫৪৩ রান। চলতি বিশ্বকাপে জোড়া শতরান ও ৪ টি অর্ধশতরান রয়েছে বিরাটের। এখনও পর্যন্ত ৫০০ রানের গণ্ডি টপকেছেন এই তিন ব্যাটারই।


সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (David Warner) ও রোহিত শর্মা (Rohit Sharma)। জোড়া শতরান ও ১ টি অর্ধশতরানের সুবাদে ৮ ম্যাচের শেষে ওয়ার্নারের ঝুলিতে ৪৪৬ রান। দারুণ ছন্দে রয়েছেন হিটম্যানও। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হাঁকিয়ে ফেলেছেন ১ টি শতরান ও ২ টি অর্ধশতরান। তাঁর ঝুলিতে মোট ৪৪২ রান। 


আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের সুবাদে ৪৪২ রান নিয়ে ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন রাসি ভান ডার ডুসেন। শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৭ নম্বরে। আটে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ রানের ইনিংসের সুবাদে নয়ে আইডেন মারক্রাম। ঝুলিতে মোট ৩৮২ রান। ইব্রাহিম জ়ারদান (৩৭৬) ও ডেভিড মালান (৩৭৩) রয়েছেন যথাক্রমে ১০ ও ১১ নম্বরে।


আরও পড়ুন- অসাধ্যসাধন হবে কীভাবে ? পাকিস্তান দলকে সেমির 'টোটকা' আক্রামের