মুম্বই: তিন ঘণ্টা এক মিনিটের ইনিংস। ১২৮ বলে অপরাজিত ২০১ রান। ২১টি চার। ১০টি ছক্কা। স্ট্রাইক রেট? ১৫৭.০৭।


পরিসংখ্যান দেখলে মনে হবে, বুক ক্রিকেটে কারও স্কোর। কিন্তু মঙ্গলবার বাস্তবের বাইশ গজে এই ইনিংসই খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আর হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে।


অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী (ODI World Cup) অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, 'এই রাত নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। ভাষায় প্রকাশ করা যাবে না এই ইনিংস। এই ধরনের ইনিংস দলকে বিশ্বাস জোগায়, যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতা সম্ভব।'


সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড়। বেন স্টোকস লিখেছেন, 'হে ঈশ্বর, ম্যাক্সি...'। যুবরাজ সিংহের এক্স, 'সারা জীবনের সেরা ইনিংস, কুর্নিশ ম্যাক্সি।' অ্যাডাম গিলক্রিস্টের পোস্ট, 'ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস। আমার মতে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেটার।' গৌতম গম্ভীরের সোশ্যাল পোস্ট, 'অবিশ্বাস্য।'


 






সচিন তেন্ডুলকর লিখেছেন, 'ইব্রাহিম জাদ্রানের দারুণ ইনিংস ম্যাচের প্রথমার্ধে আফগানিস্তানকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিল। ম্যাচে ৭০ ওভার আফগানিস্তান ভাল খেলেছে। কিন্তু শেষ ২৫ ওভারে ম্যাক্সি সব হিসেব নিকেশ বদলে দিল। সবচেয়ে চাপের মুখে সেরা পারফরম্যান্স। আমার দেখা সেরা ওয়ান ডে ইনিংস।'


 






ইরফান পাঠানের পোস্ট, 'সাদা বলের ক্রিকেটে আমার দেখা সেরা ইনিংস।' একই মত মাইকেল ভনেরও। লিখেছেন, 'ওয়ান ডে ক্রিকেটে আমার দেখা সেরা ইনিংস। সর্বকালের সেরা ইনিংস বলা যেতে পারে।' ওয়াসিম আক্রম অবশ্য সর্বকালের সেরা বলেননি। তবে লিখেছেন, 'সাম্প্রতিককালে ওয়ান ডে-তে আমার দেখা সেরা ইনিংস। তোমাকে কুর্নিশ ম্যাক্সি।'


 


বীরেন্দ্র সহবাগের এক্স পোস্ট, 'রান তাড়া করতে নেমে ২০০! ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ইনিংস'


 










আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial