কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) দুরন্ত শুরু। পরপর দুই ম্যাচে জয়। পাকিস্তানকে (Pakistan Cricket Team) তখন কাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার মনে করছিলেন বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, প্রত্যেকে।


কিন্তু মোড় ঘুরে গেল আমদাবাদে। ভারতের কাছে একপেশেভাবে ম্যাচ হারার পরই যেন ছন্নছাড়া বাবর আজ়মরা। টানা চার ম্যাচে হার। যা বিশ্বকাপে পাকিস্তানের সর্বকালীন লজ্জার রেকর্ড হয়ে রয়েছে। সেমিফাইনালের স্বপ্নও কার্যত শেষ হতে বসেছিল। বেঁচেছিল শুধু অঙ্কের জটিলতা। কঠিন সমীকরণ। সঙ্গে প্রার্থনা। নিউজ়িল্যান্ড যেন বাকি ম্যাচে পরাস্ত হয়।


ক্রিকেট ঈশ্বরের কানেও কি পৌঁছেছিল সেই আর্জি? তা নাহলে কীভাবে পরপর ২ ম্যাচ বড় ব্যবধানে জিতে ফের শেষ চারের দৌড়ে ঢুকে পড়বে পাকিস্তান! আর টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখানো নিউজ়িল্যান্ড টানা ৪ ম্য়াচ হেরে সুবিধা করে দেবে পাক শিবিরকে!


এখান থেকে কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান?


পয়েন্ট টেবিলে নিউজ়িল্যান্ড রয়েছে চার নম্বরে। পাঁচে রয়েছে পাকিস্তান। পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা চার দেশ সেমিফাইনালে যাবে। ৮ ম্যাচের সবকটি জিতে ১৬ পয়েন্ট-সহ তালিকার শীর্ষে ভারত। রোহিত শর্মাদের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গিয়েছে। ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। বাকি রয়েছে দুই জায়গা। যে দুটি জায়গার জন্য লড়াই তিন দলের।


তবে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কার্যত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি দুই ম্য়াচের একটি জিতলেই শেষ চার নিশ্চিত করে ফেলবেন প্যাট কামিন্সরা।


পাকিস্তানের লড়াইটা মূলত নিউজ়িল্যান্ডের সঙ্গে। দুই দলেরই পয়েন্ট ৮। নিউজ়িল্যান্ডের নেট রান রেট +০.৩৯৮। পাকিস্তানের +০.০৩৬। দুই দেশেরই বাকি একটি করে ম্যাচ। নিউজ়িল্যান্ডের শেষ ম্যাচ বাকি শ্রীলঙ্কার সঙ্গে। পাকিস্তানের শেষ ম্যাচ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে।


পাকিস্তান যদি শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয় আর নিউজ়িল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড আটকে যাবে ৮ পয়েন্টে আর ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে পাকিস্তান।


যদি দুই দলই জেতে, তাহলেও সুযোগ থাকবে পাকিস্তানের। তবে পাকিস্তানকে বড় ব্যবধানে আর নিউজ়িল্যান্ডকে স্বল্প ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যেতে পারে পাকিস্তান।


যদি দুই দলই হারে, তাহলেও শেষ চারে যেতে পারে পাকিস্তান। তবে সেক্ষেত্রে নিউজ়িল্যান্ডকে হারতে হবে বিরাট ব্যবধানে। আর আফগানিস্তাকে বাকি ২ ম্যাচের দুটিতেই বা অন্তত একটিতে বড় ব্যবধানে হারতে হবে।


পাকিস্তান সেমিফাইনালে উঠলে ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে। ক্রিকেটপ্রেমীরা আপাতত সেই প্রার্থনাই করছেন।


আরও পড়ুন: ODI World Cup Exclusive: ইডেনে জোড়া রিটার্ন গিফট কোহলির, সেঞ্চুরির পর আফগান জালেবির তালে মাঠেই নাচলেন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial