মুম্বই :  বিরাট কোহলির (Virat Kohli) বিশ্বরেকর্ড গড়া শতরান। শ্রেয়স আইয়ারের টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি। তারপর মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে পেস। নিউজ়িল্যান্ডকে ৭০ রানে গুঁড়িয়ে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার ভারতের ফাইনালে ল্যাপে যাওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটবোদ্ধাদের প্রশংসায় টিম ইন্ডিয়ার ইতিবাচক মানসিকতা।


চলতি বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জেতা ভারতীয় দলের সম্পর্কে বলতে গিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain) অবশ্য কোহলি, শামির সঙ্গে জুড়েছেন আরও একজনের নাম। রোহিত শর্মা। ভারতীয় দলকে ব্যাটিংয়ে ঝোড়ো শুরুর পাশাপাশি ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে যেভাবে ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ বদলে গিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি।


নাসের হুসেন ম্যাচ শেষে বলেছেন, 'বিরাট কোহলি, মহম্মদ শামিরা শিরোনামে জায়গা পেলেও ভারতীয় দলের আসল হিরো রোহিত শর্মা। যাঁর হাত ধরে ভারতীয় দলের পরিবেশটাই বদলে গিয়েছে।' গত বছর টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। যে ম্যাচের পর ভারতীয় দলের পরিবেশ বদলে ফেলতে হবে অঙ্গীকার করেছিলেন রোহিত শর্মা। দীনেশ কার্তিকের সুবাদে যে তথ্য জেনেছেন বলে জানিয়ে প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের বক্তব্য, 'মুখে বলা আর দলের সংস্কৃতি বদলে ফেলা দুটো একেবারে আলাদা জিনিস।'


চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে ভারতীয় দলের হয়ে ঝোড়ো শুরুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত শর্মা। ব্যক্তিগত রানের বিষয়ে না ভেবে গতিতে রান তোলার কাজটা চালিয়ে খেলার একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজটা চালিয়ে যাচ্ছেন তিনি। রোহিতের যে দায়িত্ব থেকে সময়োচিত বোলিং-ফিল্ডিং পরিবর্তন করা নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও রোহিতের প্রশংসা করেছিলেন।


বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও দেখা গিয়েছিল যে চিত্র। ব্যাটে দাপট চালানো পর দেখা যায় ভারতের ইনিংস চলাকালীন টানা মেজাজে দলের প্রয়োজনে পাশে থাকার কাজ চালিয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি বা শ্রেয়স আইয়ারের শতরানের পর সেলিব্রেশনে মেতে ওঠা থেকে খেলার শেষে মহম্মদ শামিকে কোলে তুলে নেওয়া থেকে দু'হাত তুলে উচ্ছ্বাস, টিম ইন্ডিয়াকে একসুতোয় বেঁধে রাখার কাজটা দারুণভাবেই করে ফেলেছেন রোহিত। আগামী রবিবার যাঁর হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় আসমুদ্রহিমাচল।


 



আরও পড়ুন- কোন পথে বিশ্বরেকর্ড বিরাটের ? কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কোহলির ক'টি শতরান ?