সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় বিশ্বকাপে (ODI World Cup) খেলার কথাই ছিল না তাঁর। অক্ষর পটেলের চোট আচমকাই ভারতীয় দলের দরজাটা খুলে দেয় তাঁর সামনে।
আর অশ্বিনের (R Ashwin) শেষ মুহূর্তের অন্তর্ভুক্তি ভারতীয় দলের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে বলেই মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। শুরু হয়ে গিয়েছে দাদাগিরির নতুন সিজন। জোরকদমে শ্যুটিং চলছে। সঙ্গে একাধিক সংস্থার বিজ্ঞাপনের কাজ। বায়োপিক নিয়েও বৈঠক চলছে মাঝে মধ্যে। তুমুল ব্যস্ততার মধ্যেই বেহালার বীরেন রায় রোডের বাড়িতে বসে এবিপি লাইভের সঙ্গে আড্ডা দিলেন সৌরভ।
অশ্বিনের অন্তর্ভুক্তি কি ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র বাড়াল? সৌরভ বলছেন, 'অবশ্যই। ভারতের বোলিংকে শক্তিশালী করে তুলবে ও। অশ্বিন বিশ্বমানের বোলার। সর্বকালের অন্যতম সেরা। ২০১১ সালে যখন ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়, ও দলে ছিল। ২০১৩ সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত, সেই দলেও ছিল অশ্বিন। চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক আইপিএল জিতেছে। বিজয়ী দলের সদস্য থেকেছে। সে জন্য আমি মনে করি ওকে দলে নেওয়াটা দারুণ ব্যাপার।'
বিশ্বকাপে দাদার চোখে ফেভারিট কোন দেশ? সৌরভ সাবধানী। বলছেন, 'বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট। এত তাড়াতাড়ি ফেভারিট বেছে নেওয়া কঠিন। প্রচুর ভাল দল রয়েছে। অনেকেই ভাল ছন্দে রয়েছে। তবে কাপ জয়ের চার দাবিদার বেছে নিতে হলে বলব ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। এই চারটে দল আমার ব্যক্তিগতভাবে ভাল মনে হয়। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও আছে। তবে এই চারটি দল এই মুহূর্তে খুব ভাল।'
২০১১ সালে শেষবার ভারত ওয়ান ডে-তে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দেশের মাটিতে। এবার ভারতীয় দল কি ফের সেই গৌরব ফেরাতে পারবে? 'ভারতের সম্ভাবনা খুব ভাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্ম। ভারত বিশ্বকাপে নামছে ভাল ফর্মে থেকে। এশিয়া কাপ জিতেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শুধু হারায়নি, দাপট দেখিয়েছে। টপ অর্ডার ব্যাটিং ফর্মে রয়েছে। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য। যেটা দলের কাছে খুব ভাল লক্ষণ। ভারত মানসিকতার দিক থেকে দারুণ জায়গায় থেকে বিশ্বকাপে নামছে। ভাল অবস্থায় রয়েছে ভারত,' বলছেন সৌরভ।
চার নম্বরে কি সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে? নাকি শ্রেয়সই খেলবেন? দাদা অন্তত শুরুর দিকে সৌরঝড়ের সম্ভাবনা দেখছেন না। সাফ বলে দিচ্ছেন, 'চার নম্বরে শ্রেয়স আইয়ারই খেলবে। সূর্যকুমার শুরুর দিকের ম্যাচে সুযোগ পাবে বলে মনে হয় না। রাহুল পাঁচ, পাণ্ড্য ছয়, জাডেজা সাতে খেলবে। সূর্যকে একটু অপেক্ষা করতে হবে।'
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন স্পিনার খেলানো হয়েছে। কিন্তু কোনও ম্যাচে তিন পেসার খেলানো হলে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়ের সঙ্গী হিসাবে আপনার বাজি কে? মহম্মদ শামি না শার্দুল ঠাকুর? দাদার কভার ড্রাইভের মতো সোজাসাপ্টা জবাব, 'তিন পেসার খেলাতে হলে শার্দুল নয়, খেলানো উচিত মহম্মদ শামিকে। ও অনেক এগিয়ে।'
তাঁর জহুরির চোখ। একটা সময় ভারতীয় ক্রিকেটে তুলে এনেছিলেন বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, হরভজন সিংহদের মতো মনিমাণিক্য। এবারের বিশ্বকাপে কাদের দিকে নজর থাকবে? সৌরভ বলছেন, 'প্রচুর ভাল ভাল ক্রিকেটার রয়েছে। পুরো ভারতীয় দলের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইংল্যান্ডের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। অস্ট্রেলিয়া রয়েছে। ওয়ার্নার, মিচ মার্শ, স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার খুব ভাল কয়েকজন ক্রিকেটার রয়েছে। কুইন্টন ডি’কক, মারক্রাম। পাকিস্তানের বাবর, রিজওয়ান, ইমাম উল হক – এদের দিকেই তাকিয়ে থাকব। দুর্ভাগ্যবশত এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ় নেই। নিউজ়িল্যান্ডের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। উইলিয়ামসন হয়তো শুরুর দিকে খেলতে পারছে না। ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে রয়েছে। প্রচুর ভাল ভাল প্লেয়ার রয়েছে এই বিশ্বকাপে।'
আরও পড়ুন: ৩৬ বছরের শাপমোচন, শুরুর কাঁপুনি থামিয়ে বিরাট-রাহুলের ব্যাটে অস্ট্রেলিয়া-বধ ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন