বেঙ্গালুরু : নয়ে নয়। বিশ্বকাপের গ্রুপপর্বে সব ম্যাচেই জয়। দুরন্ত গতিতে ছুটে চলেছে ভারতের জয়রথ। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ভারতীয় দলের সর্বোচ্চ টানা জয়ের নজির গড়ে ফেলেই শেষ চারের যুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ঘরের মাঠে ক্রিকেট বিশ্বযুদ্ধে বিশ্বসেরা হওয়ার হাতছানি যেমন একদিকে, তেমনই অন্যদিকে রেকর্ডবুকে উপচে পড়ছে নজিরের ভিড়। আসমুদ্রহিমাচল যার হাতে আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপের ট্রফি দেখতে চাইছেন, সেই রোহিত শর্মাও (Rohit Sharma) দুরন্ত এক বিশ্বকাপ কাটাচ্ছেন।


শুধু পোক্ত অধিনায়কত্বের দিক থেকেই নয়। ব্যাটে এমনকি বল হাতেও অনন্য নজির গড়ে ফেলেছেন হিটম্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ঝকঝকে অর্ধশতরান হাঁকান ভারতীয় অধিনায়ক। ৬১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার অনন্য নজিরও গড়ে ফেলেছেন হিটম্যান। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান সহ ৬৪৮ রান করেছিলেন হিটম্যান। আর এবারে এখনও পর্যন্ত গ্রুপপর্বের ৯ ম্যাচের শেষে একটি মাত্র শতরান হাঁকালেও ৩ টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। 


শুধু ব্যাটার রোহিত শর্মাই নন, বল হাতেও নেদারল্যান্ডসের শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক হিসেবেও অনন্য ব্যক্তিগত নজির গড়েছেন হিটম্যান। ডাচদের শিবিরের ৪৮ তম ওভারে হাত ঘুরিয়ে উইকেট নেওয়ার সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১১ বছরে প্রথমবার উইকেট পেয়েছেন রোহিত। প্রায় দীর্ঘ ৩ বছর বাদে আন্তর্জাতিক কোনও ম্যাচে বল হাতে দেখা গিয়েছিল তাঁকে।


আর উইকেট নেওয়ার সুবাদেই কপিল দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে একসারিতে বসে পড়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নিয়েছেন এই তিনজনই। রোহিতের উইকেট তুলে নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ২০ বছর পর কোনও ভারতীয় অধিনায়ক পেলেন উইকেট। এর আগে ২০০৩ সালে উইকেট পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহারাজ। আর ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) সেই বিশ্বকাপ ও তার পরের ১৯৮৭ বিশ্বকাপ মিলিয়ে নিয়েছিলেন মোট ১৭ টি উইকেট।        



আরও পড়ুন- শীর্ষে বিরাট, ৫০০-র গণ্ডি টপকালেন রোহিত, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?