কলকাতা: বিশ্বকাপ (ODI World Cup) মধ্যগগনে। কলকাতায় বিশ্বকাপের বোধন আগামী শনিবার। যেদিন শহরে প্রথম ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস (BAN vs NED)। যে ম্যাচ খেলতে বুধবার তিলোত্তমায় পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই ম্যাচের আগে কি না আচমকা দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক!
শাকিব আল হাসান (Shakib Al Hasan) দলের সঙ্গে কলকাতায় আসেননি। তিনি ফিরে গিয়েছেন বাংলাদেশে। কিন্তু বিশ্বকাপের মাঝপথে আচমকা দেশে ফিরলেন কেন বাংলাদেশ অধিনায়ক? তাহলে কি তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না?
বিশ্বকাপ চলাকালীনই দেশে ফিরে গেলেন বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hassan)। জানা গিয়েছে, ছন্দে ফিরতে ছোটবেলার কোচের কাছে প্র্যাকটিস করতে চান শাকিব। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগেই ফিরে আসবেন তিনি। আগামী ২৮ অক্টোবর ইডেনে ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) একেবারেই ভাল ফর্মে নেই বাংলাদেশি অলরাউন্ডার। তাই ছন্দের খোঁজে নিজের শৈশবের কোচের কাছে পরামর্শ নিতে দেশে ফিরেছেন শাকিব।
ভারতের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি শাকিব। তবে বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোতে খেললেও একেবারেই ছাপ ফেলতে পারেননি তিনি। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ স্কোর ৪০। বোলিংয়েও নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই শাকিব। সব মিলিয়ে, বিশ্বকাপে একেবারে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। সূত্রের খবর, শাকিবের মনে হচ্ছে তিনি ছন্দের অভাবে ভুগছেন। তাই ছোটবেলার কোচের কাছে গিয়ে ভুল শুধরে নিতে চান।
জানা গিয়েছে, শাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে গিয়ে ট্রেনিং করবেন বাংলাদেশ অধিনায়ক। তবে খুব বেশিদিনের জন্য নয়। আগামী ২৭ অক্টোবরই ফের ভারতে ফিরে আসবেন শাকিব। পরের দিনই ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন শাকিব, খবর সূত্রের।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়লেন সুমিত, প্যারা এশিয়ান গেমসে এক দিনে ৩০ পদক এল ভারতের ঝুলিতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন