বেঙ্গালুরু: স্লিপ কর্ডনে ফিল্ডিং করছিলেন দু'জনে। বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমন গিল (Shubman Gill)। আচমকা গিলকে দেখে গ্যালারি স্লোগান তুলল, 'হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জ্যায়সি হো...।' লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছেন পাঞ্জাবের তরুণ। রক্ষাকর্তা হয়ে হাজির হলেন কোহলি। গিলের অস্বস্তি ঢাকতেই যেন গ্যালারির দিকে ইঙ্গিত করে চুপ করতে বললেন। চোখের ইশারায় যেন বোঝাতে চাইলেন, 'কী করছেন, ও তো ক্যাচ ফেলে দেবে!'


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই ভিডিও। যে স্লোগান এবারের বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রে।


ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের মহাতারকা বলা হচ্ছে শুভমনকে। তবে ক্রিকেটের পাশাপাশি তাঁর প্রেম নিয়েও চলছে চর্চা। কার সঙ্গে প্রেম করছেন ডানহাতি ওপেনার? এ নিয়ে প্রকাশ্যে তিনি কিছুই বলেননি। তবে জোর জল্পনা সচিন-কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্কে রয়েছেন শুভমন। মাঝে শোনা গিয়েছিল, সেফ আলি খানের কন্যা সারার সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমনের। তবে সম্প্রতি কফি উইথ কর্ণ অনুষ্ঠানে অভিনেত্রী সারাকে শুভমন নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক কর্ণ জোহর। কর্ণ বলেন, 'কান পাতলেই শোনা যায়, তুমি আর শুভমন নাকি ডেট করছিলে'! সারা অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে উত্তর দেন, 'তুমি ভুল সারাকে এই প্রশ্নটা করছো। তুমি না, সবাই এই ভুলটাই করছেন। পুরো দুনিয়া একজন ভুল সারা সম্পর্কে কথা বলতে।' এই কথাতেই সারা আলি খান যেন কার্যত অস্বীকারই করে যান শুভমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেই সঙ্গে বুঝিয়ে দেন, শুভমনের সঙ্গে এখন কেবল মাত্র সারা তেন্ডুলকরের নামই জোড়া যায় যেন...


শুভমন ও সচিন-কন্যাকে সম্প্রতি একত্রে ফ্রেমবন্দি করেন পাপারাৎজিরা। ভারতের ম্য়াচ দেখতে গিয়ে শুভমনের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সারাকে। শুভমনের ব্যাট থেকে বেরনো প্রতিটি চার-ছক্কার তারিফ করেন সচিন-কন্যা। চলতি বিশ্বকাপে ভারতের ম্যাচ থাকলেই গ্যালারি থেকে শুভমনের উদ্দেশে স্লোগান উঠছে। 


স্লোগান উঠছে বিরাট কোহলিকে নিয়েও। তবে সেটা বোলার কোহলিকে দেখার আর্তি নিয়ে। ভারতের ম্যাচ থাকলেই রোহিত শর্মাদের ফিল্ডিংয়ের সময় গ্যালারির গর্জন শোনা যাচ্ছে, 'কোহলিকো বল দো।' ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় ইডেনেও শোনা গিয়েছে সেই স্লোগান। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় হার্দিক পাণ্ড্য চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর সেই ওভারটি শেষ করেছিলেন কোহলি। তারপর থেকেই কোহলিকে বল করতে দেখতে চাইছে জনতা। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে একটি উইকেটও নেন কোহলি।


সেমিফাইনালে না ফের 'কোহলিকো বল দো' স্লোগান জোরদার হয়ে পড়ে...


আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial