ঢাকা: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। একমাত্র সান্ত্বনা বলতে, সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছিল তারা।


ভারতের মাটিতে বিশ্বকাপের আগে এবার ভারতের এক ক্রিকেটারের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনারকে দায়িত্ব দিল বিসিবি। তিনি শ্রীধরন শ্রীরাম (Sridharan Sriram)। ২৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শ্রীরাম। সেখানে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ খেলার কথা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্য়ান জ়ালাল ইউনুস জানিয়েছেন, ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়ে শ্রীরামের অভিজ্ঞতা কাজে লাগবে শাকিব আল হাসানদের। টিম ডিরেক্টর খালিদ মামুদের অধীনে কাজ করবেন শ্রীরাম। ইউনুস বলেছেন, 'শ্রীরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছেন। ওঁর থেকে আমরা টেকনিক্যাল অনেক সমর্থন পাব। ভারতের পিচের গতিপ্রকৃতি, আবহাওয়া নিয়ে উনি ভীষণ অভিজ্ঞ।' (ODI World Cup 2023) 


এর আগে ২০২২ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেন শ্রীরাম। তাঁর অধীনেই অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ।                       


অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন স্পিন বোলিং অলরাউন্ডার শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন শ্রীরাম। সে সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন শ্রীরাম। অস্ট্রেলিয়ার পাশাপাশি আইপিএলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে শ্রীরামের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি আরেক আইপিএল দল লখনউ সুপারজায়ান্টসের সহকারী কোচ।                                                


আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial