কলকাতা : বিশ্বকাপের (World Cup 2023) গ্রুপপর্ব শেষ। আর বাকি মাত্র ৩ ম্যাচ। জোড়া সেমিফাইনাল ও ফাইনালের শেষেই জানা যাবে কে হতে চলেছে ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সেরা। তার সঙ্গে আগামী রবিবারের পরই পরিষ্কার হয়ে যাবে, বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত কীর্তিতে উজ্জ্বল হয়ে উঠলেন কারা। বিজনেস এন্ডের খেলা শুরুর ঠিক আগে অবশ্য বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ওঠার দৌড়ে রয়েছেন তিন ভারতীয় ব্যাটার। 


নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। হাফ সেঞ্চুরিতে চলতি বিশ্বকাপ ৫০০ রানের গণ্ডি টপকে ফেলে চার নম্বরে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি দুরন্ত শতরানে তালিকার আট নম্বরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়ার (Sreyash Aiyer)। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতেরই তিন ব্যাটার। অপর তিন সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ড, তিন দেশের দু'জন করে ব্যাটার রয়েছেন সেরা দশের তালিকায়। 


নেদারল্যান্ডসের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের পঞ্চম অর্ধশতরান হাঁকান বিরাট কোহলি (৫১)। বিশ্বকাপের গ্রুপপর্বের শেষে আপাতত সর্বোচ্চ রানের মালিক কোহলি। ঝুলিতে ৫৯৪ রান। শতরান ২ টি। ৫৯১ রান করে তালিকার দুই নম্বরে কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ব্যাটার চলতি বিশ্বকাপে হাঁকিয়েছেন ৪ টি শতরান। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তিন নম্বরে। ৩ টি শতরান ও ২ টি অর্ধশতরান সহ মোট ৫৬৫ রান করে ফেলেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে চোখ ধাঁধানো অর্ধশতরান হাঁকিয়ে চলতি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের ঝুলিতে ১ টি শতরান ও ৪ টি অর্ধশতরান সহ মোট ৫০৩ রান। আপাতত তালিকার চার নম্বরে হিটম্যান।


পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ব্যাটারের ঝুলিতে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪৯৯ রান। শতরান হাঁকিয়েছেন ২ টি। রয়েছে জোড়া হাফ সেঞ্চুরিও। রাসি ভান ডার ডুসেন রয়েছেন ৬ নম্বরে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত মোট ৪৪২ রান। বাংলাদেশের বিরুদ্ধে দুর্ষর্ধ ইনিংস খেলার পর আপাতত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার সাত নম্বরে মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার ব্যাটারের ঝুলিতে ৪২৬ রান। চলতি বিশ্বকাপে প্রথম শতরান হাঁকিয়ে তালিকার আট নম্বরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ সেরা অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন ভারতের চার নম্বর ব্যাটার। আপাতত তাঁর ঝুলিতে মোট ৪২১ রান। নিউজিল্যান্ডের ডারিল মিচেল রয়েছেন ন'নম্বরে। ঝুলিতে মোট ৪১৮ রান। ইংল্যান্ডের ডেভিড মালানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ৪০৪ রানে। গ্রুপ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দশ নম্বরে ইংল্যান্ডের ব্যাটার।



আরও পড়ুন- নয়ে নয় করল টিম ইন্ডিয়া, মানবিক গুরবাজ় এক নজরে খেলার সব খবর