মমুম্বই: চাঁদের হাট বললেও কম বলা হয়।


মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে (ODI World Cup) ভারত-নিউজ়িল্যান্ড (IND vs NZ) ম্যাচ দেখতে হাজির এক ঝাঁক তারকা। কারা তাঁরা?


বলা ভাল, কে নেই সেই তালিকায়! ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি'সিলভা, মাধুরী দীক্ষিত, রণবীর কপূর, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল, শাহিদ কপূর, জন আব্রাহাম, ডেভিড বেকহ্যাম, সচিন তেন্ডুলকর, মুকেশ ও নীতা অম্বানি, হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী।


সোশ্যাল মিডিয়ায় মজা করে কেউ কেউ বললেন, বলিউডে কি লকডাউন হয়েছে? প্রায় গোটা বি ডাউন হাজির হয়ে গিয়েছে রোহিত শর্মাদের সমর্থনে গলা ফাটাতে।


অনেকের মনে পড়ে যাচ্ছিল ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল। যেদিন ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখতে হাজির ছিলেন আমির খান, জন আব্রাহামরা। ভারতের বিশ্বজয়ের রাতে আমিরের হাতে জাতীয় পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় এখনও ভেসে ওঠে।


তবে সেই ম্যাচের দর্শক সমাগমকেও জৌলুসে পিছনে ফেলল বুধবারের ওয়াংখেড়ে।


ভারত-নিউজ়িল্যান্ড ম্য়াচ দেখলেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। আজই মায়ানগরীতে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে ভারত এবং নিউজ়িল্যান্ড (IND vs NZ) একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচ দেখতে আসার কথা ছিল বেকহ্যামের। তিনি শুধু ম্যাচ দেখতেই এলেন না, মাঠেও নামলেন। ক্রিকেটারদের সঙ্গেও দেখা করলেন। 


বেকহ্যামের সঙ্গে তেন্ডুলকর দেখা করেন এবং দু'জনকে বেশ খানিকটা সময় একসঙ্গে কথাও বলতে দেখা যায়। শুধু তাই নয়, বেকহ্যাম ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন, হাত মেলান। এমনকী বিরাট কোহলি তাঁকে ফুটবলের পাসও বাড়ান। ম্যাচের আগে অনুশীলনে ভারতীয় দলের তারকাদের প্রায়শই ফুটবল খেলতে দেখা যায়। এদিনও তাঁর অন্যথা হয়নি। বেকহ্যামকে সামনে দেখে তাঁর দিকে বল ঠেলে দেন কোহলি। বেকহ্যামও বল পায়ে পেয়ে কোহলির দিকে পাস বাড়ান।  


ম্যাচে সকলে সাক্ষী রইলেন বিরাট-কীর্তির। নিউজ়িল্যান্ড (IND vs NZ) বোলারদের শাসন করে সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। ভেঙে দিলেন সচিনের রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। কিংগ কোহলি ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিনের কীর্তি। বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করে দিলেন।


আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial