নয়াদিল্লি : অলিম্পক্সে দু-দু'টো পদক জিতে গোটা দেশের হৃদয়ে জিতে নিয়েছেন মনু ভাকের। বুধবারই প্যারিস থেকে দেশে ফিরেছেন তিনি। তার কিছু পরেই ১০ জনপথে গিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয় গান্ধীর সঙ্গে দেখা করলেন মনু।  প্যারিস অলিম্পিক্সে তাঁর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছে গান্ধী পরিবার। এদিকে সনিয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গেও দেখা করেন মনু। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক থাকবেন তিনি। তাই ১০ অগাস্ট ফের তিনি প্যারিস ফিরে যাচ্ছেন।


প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি। অলিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্বও রয়েছে পিভি সিন্ধুদের মতো গুটিকয়েক তারকার দখলে। সেই তালিকায় নাম লেখানো হয়ে গিয়েছে মনুর। তিনি অল্পের জন্য ইতিহাস গড়তে ব্য়র্থ হয়েছেন। ২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। তাঁর কীর্তিতে গোটা দেশ উচ্ছ্বসিত।


টোকিওতে তাঁর পিস্তলে সমস্যা হয়েছিল। এতটাই হতাশ হয়ে গিয়েছিলেন যে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফের লড়াই শুরু করেন। প্য়ারিসে কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক্সে নামার আগে থেকেই পদক জয়ের দাবিদার ছিলেন। শ্যুটিংয়ে তিনি পদক আনবেন, এই আশা ছিলই। কারও আশাভঙ্গ করেননি মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতের হয়ে প্রথম পদক জেতেন তিনিই। এরপর আরও একটি পদক জিতে নেন। স্বভাবতই, তাঁর সাফল্যে দেশজুড়ে উচ্ছ্বাস।


মনুর ঐতিহাসিক সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানাতে আগেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ''আপনি ০.১ পয়েন্টের জন্য রুপো মিস করলেও দেশকে গর্বিত করছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শ্য়ুটিংয়ে আপনি পদক এনেছেন। আমার তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মনে পড়ে, টোকিও অলিম্পিকে বন্দুক আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু এ বার আপনি সব প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন।'' মনু প্রধানমন্ত্রীকে জানান যে, ''স্যার, সবাই আপনাকে নমস্কার জানিয়েছে। সবাই এখানে খুশি। আরও ভাল পারফর্ম করার চেষ্টা করব আমি।''


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।