প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ১৩তম দিনটা ভারতের জন্য বেশ ভালই কেটেছে। একই দিনে জোড়া পদক এসেছে ভারতের ঝুলিতে। একদিকে যেখানে ৫২ বছর পর নাগাড়ে দুই অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় হকি দল। সেখানে নীরজ চোপড়া দিনের শেষবেলায় ভারতকে রুপো এনে দিয়েছেন। চার ব্রোঞ্জ ও একটি রুপোজয়ী ভারতের সামনে কিন্তু প্রতিযোগিতার ১৪তম দিনেও পদক জয়ের হাতছানি রয়েছে।


গতকাল নিজের সেমিফাইনাল ম্যাচে আমন শেরাওয়াতকে পরাজিত হতে হয়েছিল। তবে তিনি দ্বিতীয় সুযোগ পাবেন। ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামবেন ভারতীয় কুস্তিগীর।  প্রতিপক্ষ পুয়র্তো রিকোর দারিয়ান টই ক্রুজ়।


এক নজরে অলিম্পিক্সের ১৪তম দিনে ভারতের সম্পূর্ণ সূচি:-


দুপুর ১২.৩০- অদিতি অশোক ও দীক্ষা ডাগর, গল্ফ, ব্যক্তিগত স্ট্রোক প্লে, রাউন্ড ৩ 


দুপুর ২.১০- মহিলাদের ৪x৪০০ মিটার রিলে, রাউন্ড ১- হিট ২ 


দুুপুর ২.৩৫-পুরুষদের ৪x৪০০ মিটার রিলে, রাউন্ড ১- হিট ২


রাত ১১টার পর থেকে- আমন শেরাওয়াত, কুস্তি, পুরুষদের ফ্রি স্টাইল ৫৭ কেজি, ব্রোঞ্জ পদকের ম্যাচ


 






 


প্রসঙ্গত, আজই কিন্তু ভারতের আরেক পদক জয় নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। যে পদকজয় ভারত আগেই সুনিশ্চিত করেও হাতছাড়া করেছিল। কথা হচ্ছে বিনেশ ফোগতের পদক নিয়ে। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফ্রি স্টাইলে বিনেশ ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেও, ফাইনাল ম্যাচের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকায় বিনেশকে বাতিল করা হয়। ফলে একেবারে সবার নীচে শেষ করবেন বিনেশ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা দায়ের করেন বিনেশ। ভারতীয় কুস্তিগীরের সেই মামলার শুনানি হতে চলেছে আজ। তাই সব ঠিক ঠাক থাকলে আজই ষষ্ঠ ও সপ্তম পদকজয় সুনিশ্চিত করে ফেলতে পারে ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: চোটের জেরেই প্যারিসে সেরাটা দিতে পারেননি! অস্ত্রোপ্রচার করানোর ভাবনাচিন্তা নীরজ চোপড়ার