প্যারিস: আর মাত্র দুই রাতের অপেক্ষা। তারপরেই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়ে যাবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ', অলিম্পিক্স (Paris Olympics 2024)। ভারতীয় দলের ১১৭ জন প্রতিনিধি দেশের হয়ে পদক জয়ের স্বপ্ন নিয়ে ভালবাসার শহরে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বারের সাত পদক জয়ের রেকর্ড ছাপিয়ে গিয়ে সর্বকালীন নতুন রেকর্ড গড়ার আশায় গোটা দেশ। ইতিমধ্যেই ব্যাগপত্র গুছিয়ে একগুচ্ছ অ্যাথলিট প্যারিসে পৌঁছে গিয়েছে। কিন্তু অলিম্পিয়ানদের ব্যাগে থাকেটা ঠিক কী?


প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের তরফে প্রতিটি অলিম্পিয়ানকেই একটি বিশেষ কিট বক্স দেওয়া হয়েছে। তার মধ্য়ে ঠিক কী কী রয়েছে? ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ (Srihari Nataraj) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিট ব্যাগের ভিতর ঠিক কী কী রয়েছে, তা অনুরাগীদের দেখান। 'প্যারিস অলিম্পিক্স ২০২৪ কিট আনবক্সিং' ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেন ২৩ বছর বয়সি সাঁতারু। তাঁর ভিডিও অনুযায়ী প্রতিটি অলিম্পিয়ানকেই ফেডারেশনের তরফে দুইটি করে স্যুটকেস দেওয়া হয়েছে।


প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এক বিশেষ জার্সি তো রয়েইছে, এছাড়াও স্যুটকেসে একাধিক ভারতীয় দলের জার্সি রয়েছে। অনুশীলন, ম্যাচের জন্য পৃথক পৃথক জার্সি, জুতো এবং আরও না না প্রয়োজনীয় জিনিস রয়েছে ওই স্যুটকেসে। প্রসঙ্গত, শ্রীহরি এই নিয়ে নিজের দ্বিতীয় অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। টোকিওতেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেবারের মতো এই অলিম্পিক্সেও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পুলে নামবেন তিনি। তবে তাঁকে যে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। 


 






শ্রীহরি ছাড়াও আরও ১১৬জন ভারতীয় এবারের অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। সংখ্যার বিচারে টোকিওতে ১২১ জনের পর এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। এদের মধ্যে ৭২জনই নিজের প্রথম অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট অলিম্পিয়ানদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা রয়েছেন। সব রাজ্যের মধ্যে হরিয়ানা থেকেই সর্বাধিক ২৪ অলিম্পিয়ান এবারে প্যারিসে ভারতের হয়ে পদক জয়ের আশায় নামবেন। ১৪ বছর বয়সি সাঁতারু ধিন্দি দেশিংঘু কনিষ্ঠতম ও ৪৪ বছর বয়সি রোহন বোপান্না সবচেয়ে বেশি বয়সি ভারতীয় যাদের এবারের অলিম্পিক্সে দেখা যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পদকের বড় দাবিদার, প্য়ারিস অলিম্পিক্সের আগে ফ্রান্সে অনুশীলন শুরু মীরাবাঈ চানুর