প্যারিস: অলিম্পিক্সে পুরুষ হকির সেমিফাইনালের আগে বিরাট ধাক্কা খেল ভারত। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখেছিলেন অমিত রুইদাস (Amit Rohidas)। প্রায় ৪৩ মিনিট ১০ জনে খেলেও পেনাল্টি শ্যুট অফে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় হকি দল। গত অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। ৪১ বছরের খরা কাটিয়ে হকিতে এসেছিল অলিম্পিক্স পদক। এবারও হরমনপ্রীত সিংহদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে।
তবে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে এল এক দুঃসংবাদ। সেমিফাইনালে অমিত রুইদাসকে খেলাতে পারবে না ভারত। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লাল কার্ড দেখায় তিনি এক ম্যাচ নির্বাসিত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল ভারত। তবে ভারতের আবেদন খারিজ হয়ে গিয়েছে।
আর সেই আবেদন নাকচ করার চিঠিটি লিখেছেন যিনি, ভারতীয় হকির সোনালি অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। শাহরুখ খান অভিনীত বিখ্যাত 'চক দে ইন্ডিয়া' সিনেমার অভিনয় করেছিলেন।
ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির কাছে অমিতের নির্বাসন তুলে নেওয়ার জন্য আবেদন করেছিল ভারত। বলা হয়েছিল, অমিতকে যেন জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে খেলার সুযোগ দেওয়া হয়। তবে সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।
ভারতের আবেদন খতিয়ে দেখতে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। প্রত্যেকেই অস্ট্রেলিয়ার। সেই কমিটি ভারতের দাবি খারিজ করে দিয়েছে। অমিতের নির্বাসনের চিঠিতে সই করেছেন জসুয়া বার্ট। যিনি চক দে ইন্ডিয়া সিনেমায় অস্ট্রেলিয়ার কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন।
অমিতকে না পাওয়ায় সেমিফাইনালে ১৫ জন খেলোয়াড়কে নিয়ে নামতে হবে ভারতকে। যা কোচ ক্রেদ ফুলটনের কাছে বেশ কঠিন পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন: আগুন লাগিয়ে দেওয়া হল মাশরাফির বাড়িতে, পালিয়ে বাঁচলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।