প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে বরাবরই ভারতের পদক জয়ের বড় দাবিদার পুরুষ হকি দল (Indian Men's Hockey Team)। অলিম্পিক্সে আটট আটটি সোনা জয়ের কৃতিত্ব রয়েছে হকি দলের দখলে। প্যারিসেও (Paris Olympics 2024) সেই সংখ্যা আরও বাড়ানোর পথে একধাপ এগিয়ে গেলেন হরমনপ্রীত সিংহরা। পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।


টোকিও অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। প্যারিস অলিম্পিক্সেও স্বাভাবিকভাবেই তাঁদের থেকে পদক জয়ের প্রবল প্রত্যাশা রয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় হকি দল হতাশ করেনি। প্যারিসে তিন ম্যাচ শেষে তাঁরা এখনও অপরাজিতই রয়েছে। দুই ম্যাচ জিতেছে এবং আর্জেন্তিনার বিরুদ্ধে দুই দশক পরে অলিম্পিক্সের মঞ্চে পরাজয় এড়াতে সক্ষম হয়েছে। গতকালই আয়ার্ল্যান্ডকে ২-০ গোলে হারায় ভারত। তখনও অবশ্য হরমনপ্রীতদের শেষ আটের টিকিট পাকা হয়নি।


কিন্তু নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনার জয় এবং অস্ট্রেলিয়াকে দাপুটে মেজাজে বেলজিয়াম হারানোর ফলে ভারতীয় হকি দলের শেষ আটের টিকিট পাকা হয়ে গেল। কিউয়িদের বিরুদ্ধে আর্জেন্তিনার জয়ের ফলে ক্ষণিকের জন্য পুল 'বি'-র শীর্ষেও পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেলজিয়াম ৬-২ গোলের বিরাট স্কোরলাইনে জয় পেয়ে শীর্ষস্থান দখল করে নেয়। বেলজিয়ামের জয়ের সুবাদে আপাতত ভারতীয় দল নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। দখলে সাত পয়েন্ট।


আর্য়াল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স এবং একগুচ্ছ পেনাল্টি কর্নার দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠলেও, প্রথমার্ধের দুই কোয়ার্টারে কিন্তু ভারতীয় দলই দাপট দেখিয়েছিল। ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল দুরন্ত গতিতে একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তরই আয়ার্ল্যান্ডের ডি বক্সে ভারতীয় তারকাদের আনাগোনা দেখা যায়। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে হরমনপ্রীত দুরন্ত পেনাল্টি স্ট্রোকে দলকে লিড এনে দেন। প্রথম কোয়ার্টার আর কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারেও শুরু থেকেই ভারতীয় দলের দাপট অব্যাহত থাকে। নাগাড়ে তিনটি পেনাল্টি কর্নার পাওয়ার পর, পঞ্চম মিনিটে তৃতীয় কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। এই গোলের সুবাদে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন হরমনপ্রীত। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। জয়হীন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দাপট চোখের দেখার মতো ছিল। 


ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হওয়ায় ২-০ স্কোরলাইনেই জয় পায় ভারত। এরপর ১ অগাস্ট বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবেন হরমনপ্রীতরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দেখা মিলবে সিন্ধুর, অভিযান শুরু লভলিনার, রয়েছে পদক জয়ের সুযোগও, অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের সূচি