প্যারিস: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) চতুর্থ দিনে ইতিহাসের সাক্ষী থেকেছিল আপামর ভারতবাসী। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের। পঞ্চম দিনেও একাধিক তারকা ভারতীয় অলিম্পিয়ানরা প্রতিযোগিতায় নামছেন। একদিকে যেমন পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনই আবার আজই নিজের অলিম্পিক্স অভিযান শুরু করছেন গতবারের পদকজয়ী লভলিনা বরগোঁহাই।


এক নজরে অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের সূচি:-


বেলা ১২টা ৩০


রাজেশ্বরী ও শ্রেয়সী সিংহ- মহিলাদের ট্র্যাপ কোয়ালিফিকেশন, শ্যুটিং


স্বপনীল কুশালে ও ঐশ্বর্য প্রতাফ- ৫০ মিটার রাইফেল ৩পি, শ্যুটিং


বেলা ১২টা ৫০


পিভি সিন্ধু- মহিলাদের সিঙ্গলসের গ্রুপ পর্ব, ব্যাডমিন্টন


দুপুর ১টা ২৪


বলরাজ পানওয়ার- পুরুষদের সিঙ্গলস স্কালস সেমিফাইনাল, রোয়িং


দুপুর ১টা ৪০


লক্ষ্য সেন- পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের গ্রুপ পর্ব


দুপুর ১টা ৪০


অনুশ আগরওয়াল্লা- ড্রেসেজ় গ্রুপ পর্ব, অশ্বারোহন


দুপুর ২টা ৩০


শ্রীজা আকুলা- মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২, টেবিল টেনিস


দুপুর ৩টা ৫০


লভলিনা বরগোঁহাই- মহিলাদের ৭৫ কেজি রাউন্ড অফ ১৬, বক্সিং 


দুপুর ৩টা ৫৬


দীপিকা কুমারি- মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত রাউন্ড অফ ৬৪, তিরন্দাজি


বিকেল ৪টা ৩৫


দীপিকা কুমারি- আর্চারি রিকার্ভ ব্যক্তিগত রাউন্ড অফ ৩২, তিরন্দাজি (যোগ্যতা অর্জন করলে)


সন্ধে ৭টা (পদক জয়ের সুযোগ)


রাজেশ্বরী ও শ্রেয়সী সিংহ- মহিলাদের ট্র্যাপ ফাইনাল


রাত ৮টা ৩০


মণিকা বাত্রা- মহিলাদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬, টেবিল টেনিস


রাত ৯টা ২৮


তরুণদীপ রাই- পুরুষদের আর্চারি রিকার্ভ ব্যক্তিগত রাউন্ড অফ ৬৪, তিরন্দাজি


রাত ১০টা ৭


তরুণদীপ রাই- পুরুষদের আর্চারি রিকার্ভ ব্যক্তিগত রাউন্ড অফ ৩২, তিরন্দাজি (যোগ্যতা অর্জন করলে)


রাত ১১টা


এই এচ প্রণয়- পুরুষদের গ্রুপ পর্ব, ব্যাডমিন্টন


ভোররাত ১২টা ৪৩


নিশান্ত দেব- পুরুষদের ৭১ কেজি রাউন্ড অফ ১৬, বক্সিং


অর্থাৎ আজ সবকিছু ঠিকঠাক চললে আজ ফের একবার পদক জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। সেই শ্যুটিং থেকেই আসতে পারে পদক, তাও আবার জোড়া। ভারতের পদকসংখ্যা বাড়ে কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীনই অলিম্পিক্সে অংশগ্রহণ, জিতলেন ম্য়াচও, নাদা হাফিজ়ের কৃতিত্বে শোরগোল