প্যারিস: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সোনা জেতার বড় দাবিদার ছিলেন তিনি। তবে অলিম্পিক্সে অংশগ্রহণই করতে পারবেন না ইয়ানিক সিনের (Jannik Sinner)। ইতালিয়ান টেনিস তারকা তথা বিশ্বের এক নম্বর পুরুষ সিঙ্গেলস টেনিস খেলোয়াড় সিনের অলিম্পিক্স থেকে নিজের নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন।


বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনের অলিম্পিক্সেই শীর্ষ বাছাই পুরুষ সিঙ্গেলস টেনিস খেলোয়াড় হিসাবেই কোর্টে নামতেন। তবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন টনসিলাইটিসে ভুগছেন। সেই কারণেই তিনি বাধ্য হয়ে অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে এটিপির তরফে ঘোষণা করা হয়। এ মরশুমে প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য ছিল এবং তা পূর্ণ না হওয়ায় তিনি প্রচণ্ডই হতাশ বলে নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানান সিনের।


তিনি লেখেন, 'আমি ভীষণ দুঃখী ও হতাশ। অলিম্পিক্স গেমসে প্রতিদ্বন্দ্বিতা করা এ মরশুমে আমার প্রধান লক্ষ্যগুলির মধ্যে অন্যতম ছিল। এই টুর্নামেন্টে আমি রোল গ্যাঁরোজে (ফরাসি ওপেনের কোর্টেই অলিম্পিক্সের টেনিস ম্যাচগুলি হবে) দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে ছিলাম। তবে মঙ্গলবার ডাক্তার দেখিয়ে এবং পরিস্থিতির কোনওরকম উন্নতি হয় কি না, তা পর্যবেক্ষণ করার জন্য নিজেকে আরও বাড়তি একদিন সময় দেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।' 


 






মোনাকোতে এক সপ্তাহের অনুশীলনের পর সোমবার থেকেই অসুস্থতা বোধ করেন সিনের। তাঁর ডাক্তাররা তাঁকে কড়াভাবে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। সেই কারণেই তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। তবে ভবিষ্যতে অলিম্পিক্সে অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশও করে রেখেছেন ইতালিয়ান টেনিস তারকা। এ মরশুমটা সিনেরের জন্য ভালই কাটছিল। তিনি অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। ফরাসি ওপেনের সেমিফাইনাল এবং উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও পৌঁছন তিনি। অলিম্পিক্সে সিঙ্গেলসে সোনা জয়ের বড় দাবিদার মনে করা হচ্ছিল তাঁকে। তাঁর সরে দাঁড়ানোয় নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ়দের যে এক বড় প্রতিযোগী কমল, তা বলাই বাহুল্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১৬ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় ১১৭ জন, রয়েছেন ৫ প্রাক্তন পদকজয়ীও, এক নজরে ভারতের অলিম্পিক্স ২০২৪