নয়াদিল্লি: মঙ্গলবার সকাল ১১টায় টোকিও প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যারালিম্পিয়ানদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘কাল, ১৭ অগাস্ট সকাল ১১টায় প্যারালিম্পিক্সের ভারতীয় দলের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। অসাধারণ খেলোয়াড়রা দক্ষতা ও দৃঢ়তার পরিচয়। ক্রীড়াপ্রেমীদের কাছে আমার আর্জি, কাল এই অনুষ্ঠান দেখুন।’


প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টোকিওয় দেশের প্রতিনিধিত্ব করার জন্য ৯টি ডিসিপ্লিনের প্যারা-অ্যাথলিটরা যাবেন। এটা প্যারালিম্পিক গেমসে ভারতের সবচেয়ে বড় দল। প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা প্যারা-অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রীর পাশাপাশি কথা বলবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও।’


এবার প্যারালিম্পিক্সে ৫৪ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। ২০০৪ ও ২০১৬ প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতা দেবেন্দ্র ঝাঝারিয়া এবারও প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন। এছাড়া অপর এক জ্যাভলিন চ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরী এবং হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলুও এবার প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন। তাঁদের কাছ থেকে পদকের আশায় দেশ।


টোকিও প্যারালিম্পিক্স শুরু হচ্ছে ২৪ অগাস্ট থেকে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় প্যারা-অ্যাথলিটরা ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার ৫৪ সদস্যের ভারতীয় দল টোকিওর উদ্দেশে রওনা হয়। প্যারা-অ্যাথলিটদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। টোকিও অলিম্পিক্সে একটি সোনা সহ সাতটি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এটাই অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সবচেয়ে ভাল ফল। এবার প্যারালিম্পিক্সেও সবচেয়ে ভাল ফলের আশায় দেশ।


২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারত দু’টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছিল। এফ-৪৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন দেবেন্দ্র। তিনি এবারও সোনা জয়ের লক্ষ্যে টোকিওতে গিয়েছেন। টি-৬৩ বিভাগে হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলু ও এফ-৬৪ জ্যাভলিন থ্রোয়ে বিশ্বচ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরীর কাছ থেকেও পদকের আশায় ভারত।


রিও প্যারালিম্পিক্সে শট পাটে রুপো জেতা দীপা মালিক আশাবাদী, এবার ভারতের ফল গতবারের চেয়েও ভাল হবে।