নয়াদিল্লি: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নিজের নাম অক্ষয় করে ফেলেছেন মনু ভাকের (Manu Bhaker)। ভারতের একমাত্র অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন তরুণী শ্যুটার। গোটা দেশকে উপহার দিয়েছিলেন গর্বের মুহূর্ত।
সেই মনু ভাকেরের অলিম্পিক্স পদক কি নষ্ট হয়ে যাচ্ছে? প্যারিস অলিম্পিক্সে বিজয়ী অ্যাথলিটদের দেওয়া পদক নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন ছিল। এবার মনু ভাকেরের পদকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
প্যারিস অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছে যে, সমস্ত নিম্নমানের পদক ফেরত নিয়ে নতুন পদক দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে বলে খবর। মনি ডে প্যারিস নামের এক সংস্থা অলিম্পিক্সের পদকগুলি বানিয়েছে। সেই সংস্থার সঙ্গে যৌথভাবে পদক ফেরানোর কাজ শুরু করেছেন অলিম্পিক্স কমিটি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই পুরনো পদক ফিরিয়ে নতুন করে পদক দেওয়ার জন্য আবেদন করতে পারবেন অ্যাথলিটরা। বেনজির যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীনই। প্রথম এ বিষয়ে জোরাল প্রশ্ন তোলেন মার্কিন অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক্স শেষ হওয়ার আগেই ফিকে হয়ে গিয়েছে। খারাপ হতে শুরু করেছে পদকের গুণমান।
প্যারিস অলিম্পিক্সে যে পদক দেওয়া হয়েছিল, তার ধাতুতে মেশানো হয় বিখ্যাত আইফেল টাওয়ারের অংশ। আইফেল টাওয়ারের প্রতিকৃতিও রাখা হয় পদকের ঠিক মাঝখানে। প্যারিসের স্মৃতিতে। কিন্তু সেই পদকের মান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন।
আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?
জানা গিয়েছে, মনু ভাকেরের পদকও বিবর্ণ হয়ে গিয়েছে। বিবর্ণ হয়ে গিয়েছে ভারতের আর এক চ্যাম্পিয়ন, কুস্তিগীর আমন শেরাওয়াতের পদকও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেডেলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) সিদ্ধান্ত নিয়েছে, সব পদক তারা ফিরিয়ে নতুন করে পদক দেবে জয়ীদের ।