প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে (Paris Olympics 2024) এর আগে কোনও ভারতীয় যা কখনও করে দেখাননি, ঠিক সেটাই করে দেখালেন মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন ভারতীয় শ্যুটার। ১০ মিটর এয়ার পিস্তলের (10m air pistol) ব্যক্তিগত ইভেন্টে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন। মিক্সড টিমের ইভেন্টে সরবজ্যোৎ-কে সঙ্গে নিয়ে আরও এক ব্রোঞ্জ জিতলেন ২২ বছর বয়সি হরিয়ানার তরুণী।
ঐতিহাসিক জোড়া পদক জয়ের হাতছানি, ১৪০ কোটির প্রত্যাশা। প্রবল চাপের মুখে ম্যাচ চলাকালীন মনুর মাথায় ঠিক কী ঘুরছিল? ম্যাচের পরেই নিজের প্রথম প্রতিক্রিয়ায় মনু জানান, 'আমি ভীষণ গর্বিত এবং আমার জন্য এত প্রার্থনা করায় আমি কৃতজ্ঞ। প্রতিপক্ষ কী করবে, সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই বিষয়টা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে যেটা আছে, সেটা আমরা করতে পারি। আমি এবং আমার পার্টনার বাকি কোনওকিছু না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নিশ্চিত করি, যাই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত লড়াই করে যাব।'
মনু ভাকের এবং সরবজ্যোৎ মিক্সড দলের ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ান জুটিকে সহজেই পরাজিত করেন। ভারতীয়দের পক্ষে ম্যাচের স্কোর ১৬-১০। আপাতত দুই ইভেন্টে অংশগ্রহণ করে দুইটিতেই পদক জিতেছেন ২২ বছর বয়সি ভারতীয় শ্যুটার। তবে তাঁর প্যারিস অলিম্পিক্সের সফর কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাঁর সামনে আরও এক পদক জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।
২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টেও দেশের প্রতিনিধিত্ব করতে নামবেন মনু। এত পর্যন্ত তাঁর যা পারফরম্যান্সে, তাতে সেই ইভেন্টে হরিয়ানার অলিম্পিয়ানের থেকে পদকের প্রত্যাশায় থাকবে গোটা দেশ। মনু সেই ইভেন্টেও পদক জিতে ইতিহাস রচনা করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই দেশের প্রধামন্ত্রী থেকে প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রারা কিন্তু মনুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।