নয়াদিল্লি: এক অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসাবে একাধিক পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)। তা সত্ত্বেও দেশের ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মান  খেলরত্নর (Major Dhyan Chand Khel Ratna Award) জন্য মনোনীত হননি মনু। তারকা শ্যুটার ব্রাত্য হওয়ার পরেই গোটা বিষয়টি নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে। এবার অবশেষে এই বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন মনু।


নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মনু জানান পুরস্কার তাঁকে অনুপ্রাণিত করলেও, তাঁর লক্ষ্য দেশের হয়ে পদক জেতা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ঐতিহ্যবাহী খেলরত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়ন নিয়ে যা সব চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে, খেলোয়াড় হিসাবে খেলা এবং দেশের হয়ে পারফর্ম করাটাই আমার দায়িত্ব। পুরস্কার নিঃসন্দেহে আমায় অনুপ্রাণিত করে, কিন্তু সেটা আমার লক্ষ্য নয়। আমার মনে হয় আমার তরফেই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও কিছু ভুল হয়েছে, যেটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পুরস্কার পাই বা নাই, দেশের হয়ে আরও পদক জেতাটাই সবসময় আমার লক্ষ্য। আমি সকলকে অনুরোধ করব যে এই বিষয়ে আর জলঘোলা করবেন না।'


 



সোশ্যাল মিডিয়ায় মনুর পোস্ট


বিতর্কের মুখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দাবি করেছে যে, মনু ভাকের খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। যে দাবি নস্যাৎ করে দিয়েছেন মনু ভাকেরের বাবা রাম কিষণ। যিনি সাফ জানিয়েছেন যে, তাঁরা এই সম্মানের জন্য আবেদন করেছিলেন। যদিও কমিটির কাছ থেকে কোনও জবাব পাননি। তিনি বলেছিলেন, 'একই অলিম্পিক্সে দুটি পদক পাওয়ার কী লাভ যদি আপনাকে পুরস্কারের জন্য ভিক্ষা করতে হয়? একজন সরকারি কর্মকর্তা সিদ্ধান্ত নিচ্ছেন, আর কমিটির সদস্যরা তাঁদের মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না। আপনি কি এইভাবে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করছেন?'


মনুর বাবা আরও যোগ করেন, 'আমরা পুরস্কারের জন্য আবেদন করেছি কিন্তু কমিটির কাছ থেকে কোনও উত্তর পাইনি। কেন বাবা-মা তাদের বাচ্চাদের খেলার জন্য উৎসাহিত করবেন! তাঁদের বরং উচিত তাদের সরকারি অফিসার হওয়ার জন্য চাপ দেওয়া।' তবে মনুর বর্তমান পোস্টে তাঁর সুর অনেকটাই নরম হয়েছে। তাঁদের তরফেও কোনও ভুল হয়েছিল বলে কার্যত মেনেই নিলেন তারকা শ্যুটার।  







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া পিভি সিন্ধুর, আপলোড করলেন ছবি