প্যারিস: ভারতের দখলে চারটি ব্রোঞ্জ এবং একটি রুপোসহ মোট পাঁচ পদক আর পাকিস্তানের দখলে একটি পদক। তাও প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) পদক তালিকায় বর্তমানে পাকিস্তান ৫৩ নম্বরে ও ভারত ৬৪ নম্বরে। পদক সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কী কারণে পড়শিদের থেকে পয়েন্ট তালিকায় পিছিয়ে ভারত?


কারণ হলেন আর্শাদ নাদিম। প্যারিস অলিম্পিক্সের ১৩তম দিনে পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন আর্শাদ। ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে গড়েন অলিম্পিক্স ইতিহাস। দ্বিতীয় স্থানে শেষ করেই খুশি থাকতে হয় ভারতের নীরজ চোপড়াকে। আর্শাদের এই পদকজয়ই কিন্তু ভারতকে পিছিয়ে দিয়েছে। আসলে অলিম্পিক্সে পদক তালিকার বিচার হয় সোনা জয়ের নিরিখে। ভারতীয় দল এবারের প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত স্বর্ণপদক জিততে ব্যর্থ হয়েছেন। সেখানে আর্শাদ নাদিমের দৌলতে পাকিস্তানের ঝুলিতে একটি সোনা চলে এসেছে।


কোনও দেশের দখলে যদি ১০টি রুপো বা ব্রোঞ্জও থাকে, তাহলেও সেই দেশ পদক তালিকায় একটি সোনাজয়ী দেশের নীচেই থাকবে। পদক সংখ্যা একমাত্র তখনই গণ্য করা হয় যখন দুই দেশের দখলে সমপরিমাণ সোনার পদক থাকে। এই কারণেই বর্তমানে পদক তালিকায় ১৪টি সোনাসহ মোট ৫৪টি পদকজয়ী আয়োজক দেশ ফ্রান্স, ৪৫টি পদকজয়ী অস্ট্রেলিয়ার পরে চতুর্থ স্থানে রয়েছে। কারণ অস্ট্রেলিয়ার দখলে বর্তমানে ফ্রান্সের থেকে বেশি ১৮টি স্বর্ণপদক রয়েছে। এই একই নিয়মের জেরেই পাকিস্তানের পদকসংখ্যা কম হওয়া সত্ত্বেও তারা ভারতের থেকে পদক তালিকায় এগিয়ে রয়েছে।


তাই ভারতীয় অ্যাথলিটরা একাধিক পদক জিতলেও, যতক্ষণ না তার মধ্যে অন্তত একটি স্বর্ণপদক হয়, ততক্ষণ পাকিস্তানের পিছনেই থাকবে। ভারতের ক্ষেত্রে প্রায় সব অলিম্পিয়ানই প্যারিসে প্রতিনিধিত্ব করে ফেলেছেন। সেক্ষেত্রে সোনা জয়ের আশা ক্ষীণ। তবে দেশের শেষ ভরসা হয়ে উঠতে পারে রীতিকা হুডা। কুস্তিতে মহিলাদের ৭৬ কেজির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। রীতিকা যদি নিজের বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন, তাহলে ভারত শুধু পাকিস্তান নয়, আরও অনেক দেশকেই পিছনে ফেলে পদক তালিকায় অনেকটাই এগিয়ে যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অলিম্পিক্সে রুপোর দাবিতে মামলা বিনেশের, তারকা কুস্তিগীরের হয়ে সওয়াল করবেন আইনজীবি হরিশ সালভে