নয়াদিল্লি: একটি সাক্ষাৎকারে করা মন্তব্য যে এভাবে বিড়ম্বনায় ফেলবে, ভাবতে পারেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। নীরজের জ্যাভেলিন কি লুকিয়ে রাখতে যাচ্ছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম? টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্য়াথলিটের একটি মন্তব্য ঘিরে আচমকা জোর বিতর্ক তৈরি হয়েছিল। এবার তা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন নীরজ। কড়া ভাষায় বললেন, আগে খেলার নিয়ম জানতে হয়। তারপর সমালোচনা বা কটাক্ষের রাস্তায় হাঁটতে হয়।


বৃহস্পতিবার ট্যুইটারে একটি ভিডিওবার্তায় নীরজ বলেন, ‘একটা বিষয় নিয়ে হইচই হচ্ছে। একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে, প্রথম থ্রোয়ের আগে আমি পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিমের থেকে জ্যাভেলিন নিয়েছিলাম। ওটা নিয়ে অকারণে বিতর্ক তৈরি করা হয়েছে। যেটা একেবারেই সাধারণ বিষয়। আমাদের ব্যক্তিগত জ্যাভেলিন একই জায়গায় রাখতে হয়। প্রত্যেক থ্রোয়ার সেটা ব্যবহার করতে পারেন। এটাই জ্যাভেলিন খেলার নিয়ম। সেটায় কোনও ভুল নেই। জ্যাভেলিন নিয়ে নিজের থ্রোয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আরশাদ। আমার থ্রোয়ের জন্য আমি সেটা চাই। এটা এত বড় বিষয় নয়। আমার খারাপ লাগছে যে, আমার নাম জড়িয়ে এটাকে নিয়ে এত বড় বিতর্কে পরিণত করা হয়েছে। এসব বন্ধ করার জন্য সবাইকে আর্জি জানাচ্ছি।'


এরপরই নীরজ বলেন, 'খেলাধুলো তো সবাইকে এককাট্টা হয়ে চলতে শেখায়। সব জ্যাভেলিন থ্রোয়ারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা নিজেদের মধ্যে কথা বলি। তাই এমন কোনও কথা বলবেন না, যাতে আমাদের মনে ধাক্কা লাগে।'



বুধবার থেকে শুরু হয়েছিল এই বিতর্ক। একটি সর্বভারতীয় সংবাদপত্রে নীরজ বলেছিলেন, ‘ফাইনাল শুরুর আগে জ্যাভলিনটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দেখি সেটা নিয়ে যাচ্ছে পাকিস্তানের নাদিম। সঙ্গে সঙ্গে ওর কাছে গিয়ে বলি, ভাই জ্যাভলিনটা দাও। এটা আমার। ছুড়তে হবে আমায়। তখন ও ফেরত দেয়।’


তারপর থেকেই নেটিজেনরা আক্রমণ করেন নাদিমকে। বলা শুরু হয় যে, নীরজের মনোবলে ধাক্কা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে জ্যাভেলিন লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন নাদিম। সেইসঙ্গে ভারত-পাকিস্তান রেষারেষি শুরু হয়ে যায়।


এবার সেই নেটিজেনদের একহাত নিয়েছেন নীরজ। ভিডিওর সঙ্গে হিন্দি ট্যুইটে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী লেখেন, 'সকলের কাছে আমরা বিনীত অনুরোধ যে, আমার মন্তব্যের ভুল ব্যখ্যা করে নিজেদের নীচ স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। খেলাধুলো আমাদের সবাইকে একজোট হয়ে একসঙ্গে থাকতে শিখিয়েছে। আর মন্তব্য করার আগে খেলার নিয়ম জানাটা জরুরি।'