প্যারিস: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্যারিসে অলিম্পিক্স গেমসের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান। তবে 'গ্রেটেস্ট শো অন আর্থ' শুরু হওয়ার আগেই চরম বিপাকে ফ্রান্সের রাজধানী। অলিম্পিক্স শুরু হওয়ার দিনেই রাজধানীর রেলপথের একাধিক জায়গায় আক্রমণ। তার জেরে ব্য়াহত হল রেল পরিষেবা।


ফ্রান্সের রেল নিয়ন্ত্রক সংস্থা এসএনসিএফ একাধিক হাই স্পেডে ট্রেনে ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগ এনেছে। ফ্রান্সের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দেশের পশ্চিম, উত্তর এবং পূর্বের সঙ্গে হাই স্পিড ট্রেন যোগাযোগ ব্যাহত হয়েছে। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার ফলে পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয় এবং প্রচুর সময় নষ্টও হয়েছে।


ফ্রান্সের পরিবহন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ঘটনাটির বিষয়ে জানিয়ে লেখেন, 'একাধিক টিজিভি লাইনকে উদ্দেশ্য করে গতরাতে আক্রমণ চালানো হয় এবং এর ফলে সপ্তাহান্ত অবধি ট্রাফিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। আমি এই অপরাধমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করছে যার ফলে ফ্রান্সের প্রচুর লোকের ছুটিতে ঘুরতে যাওয়া ব্যাহত হবে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামল দিয়ে ট্র্যাফিক চলাচল স্বাভাবিক করার জন্য এসএনসিএফ আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।'


ফ্রান্সের ক্রীড়মন্ত্রী অ্যামিলিয়া অবশ্য নিশ্চিত করেন যে এরজন্য ক্রীড়াবিদ বা আসন্ন অতিথিদের অলিম্পিক্সের আসরে পৌঁছতে কোনওরকম সমস্যা হবে না এবং তিনিও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ফ্রান্স রেলের অপারেটররা জানান পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত সপ্তাহের শেষ পর্যন্ত সময় লাগবে।


অলিম্পিক্স শুরুর আগে এই ঘটনা অবশ্য প্রথম নয়। বেশ কয়েকদিন ধরেই প্যারিসে অরাজকতা চলছে। শহরের বিভিন্ন প্রান্তে ডাকাতির খবর আসছে। এছাড়াও দিনকয়েক আগে এক গনধর্ষণের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সকলেরই। তাই অলিম্পিক্স গেমসের চত্ত্বরকে কঠিন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সম্পূর্ণ পরিকল্পনা করে রেখেছে  প্রশাসন। টুর্নামেন্টের প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে যা ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে সকলেরই উদ্বেগ বাড়ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার এক নম্বর টেনিস তারকা সিনেরের, লাভবান হবেন জকোভিচরা?