নয়াদিল্লি: পরপর দুই অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস স্পর্শ করেছে ভারতীয় হকি দল। ১৯৬৮ ও ১৯৭২ সালের পর, ৫২ বছর পর ফের পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছে ভারত। আর সেই কীর্তির নেপথ্যে অন্যতম বড় কৃতিত্ব গোলকিপার পি আর শ্রীজেশের (PR Sreejesh)। বৃহস্পতিবার স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জেতার পরই হকিকে বিদায় জানিয়েছেন শ্রীজেশ। আগেই ঘোষণা করেছিলেন, এই অলিম্পিক্সের পরই অবসর নেবেন।


তবে অবসরের পরও হকি টার্ফ থেকে খুব একটা দূরে সরে থাকছেন না শ্রীজেশ। কারণ, বড় দায়িত্বে দেখা যাবে তাঁকে। কিংবদন্তি গোলকিপারকে ভারতের জুনিয়র হকি দলের কোচ করা হল। হকি ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, ভারতের ছেলেদের জুনিয়র দলের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন শ্রীজেশ।



বৃহস্পতিবার স্পেনকে হারানোর পর অনেকেই চেয়েছিলেন, অবসরের সিদ্ধান্ত পাল্টে ফেলুন শ্রীজেশ। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন যে, চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আর বদলাবেন না তিনি। তবে জাতীয় জুনিয়র হকি দলের কোচ হওয়ার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন শ্রীজেশ।


হকি ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, 'কিংবদন্তিকে আর একটা প্রবাদপ্রতিম ভূমিকায় দেখা যাবে। ভারতের ছেলেদের জুনিয়র হকি দলের কোচ নিযুক্ত হয়েছেন পি আর শ্রীজেশ। খেলা থেকে শুরু করে কোচিং - সব তরুণদের অনুপ্রেরণা আপনি। আপনার কোচিং দেখার জন্য মুখিয়ে রয়েছি সকলে।'


বৃহস্পতিবার ভারত বনাম স্পেন ম্যাচের পরই হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিংহ ঘোষণা করেন শ্রীজেশের নতুন দায়িত্বের কথা। তিনি জানিয়েছিলেন, এ নিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কথা বলা হবে।


অলিম্পিক্স শুরুর আগেই শ্রীজেশ জানিয়েছিলেন যে, খেলা ছাড়ার পর কোচিংয়ে আসতে চান। বলেছিলেন, 'হ্যাঁ, কোচিং আমার নেশা। গোলকিপার হিসাবে মাঠে কোচিং এমনিতেই করাতে হয়। আমি রক্ষণভাগের প্লেয়ারদের সঙ্গে কথা বলে তাদের পরিচালনা করি। তারপর মাঝমাঠের খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। ফরওয়ার্ডদের ভুলত্রুটি শুধরে দিই। কোচেরা সাইডলাইন থেকে যত ম্যাচ দেখেছেন, তার চেয়ে অনেক বেশি ম্যাচ আমি মাঠে থেকে দেখেছি। আমি নিজে ১৫ জনের কাছাকাছি কোচের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা অপচয় করতে চাই না। ভবিষ্যতে অবশ্যই কোচিংয়ে আসব।'


আরও পড়ুন: ডার্বির আগে ভয়ঙ্কর সবুজ-মেরুন শিবির, ৬ গোলে বিমান বাহিনিকে বিধ্বস্ত করল মোহনবাগান


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।