প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics) ভারতীয় বক্সারদের লড়াইটা সহজ নয়। কঠিন ড্র পড়ল নিখাত জারিন, লভলিনা বরগোহাঁইদের সামনে।


বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা নিশান্ত দেব (৭১ কেজি বিভাগ) অবশ্য কিছুটা সহজ ড্র পেয়েছেন। বাকি প্রত্যেকের লড়াইটাই বেশ কঠিন।


শনিবার অলিম্পিক্সের বক্সিং শুরু হচ্ছে। নর্থ প্যারিস এরিনায়। মহিলাদের ৫০ কেজি বিভাগে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন (Nikhat Zareen) ও ৭৫ কেজি বিভাগে নামছেন লভলিনা (Lovlina Borgohain)। প্যারিসে পদক জিততে গেলে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা সামলাতে হবে তাঁদের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতা অমিত পাংহালের (Amit Panghal) লড়াইও বেশ জটিল।



নিশান্ত প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। তাঁর প্রথম ম্যাচ ইকুয়েডরের রড্রিগেজ টেনোরিও-র বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে তিনি পরের ম্যাচ খেলবেন মেক্সিকোর মার্কো ভার্দের বিরুদ্ধে। সেটা হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।


প্রথম রাউন্ডে নিখাতের লড়াই জার্মানির ম্যাক্সি ক্লোৎজারের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে উঠলে শীর্ষ বাছাই, চীনের উ লু-র বিরুদ্ধে খেলতে হবে তাঁকে। সেই ম্যাচ জিতলে নিখাতকে পরের ম্যাচে সামলাতে হবে তাইল্যান্ডের বক্সার অষ্টম বাছাই চুথামাত রাকসাতের চ্যালেঞ্জ। যিনি এশিয়ান গেমসে নিখাতকে হারিয়েছিলেন।


অলিম্পিক্সে অষ্টম বাছাই তথা টোকিও গেমসের ব্রোঞ্জ জয়ী লভলিনা প্রথম রাউন্ডে খেলবেন নরওয়ের সানিভা হফস্টাডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে কড়া টক্কর। অত্যন্ত শক্তিশালী, অলিম্পিক্সের দুবারের পদকজয়ী ও শীর্ষ বাছাই লি কিউয়ানের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে। এশিয়ান গেমসে যাঁর কাছে হারতে হয়েছিল লভলিনাকে। সেই ম্যাচ জিতলে লভলিনাকে কোয়ার্টার ফাইনালে পড়তে হবে পঞ্চম বাছাই কেটলিন পার্কার বা চতুর্থ বাছাই খাদিজা এল মার্দির সামনে।


 




পাংহাল প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। পরের রাউন্ডে তাঁর সামনে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী, জাম্বিয়ার প্যাট্রিক চিনেম্বা। কমনওয়েলথ গেমসে তাঁকে হারিয়েছিলেন পাংহাল। তবে সেই ম্য়াচ জিতলে পরের রাউন্ডে এশিয়ান গেমসে রুপো জয়ী থিতিসান পানমটের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে তাঁকে। সেই ম্যাচে জিতলে তাঁকে সামলাতে হবে টোকিও গেমসে ব্রোঞ্জ জয়ী কাজাখ সাকেন বা প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে।


 




আরও পড়ুন: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।