প্যারিস: অলিম্পিক্সে তাঁকে ঘিরে সমালোচনার ঝড়। তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। তারপর থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন বাংলার বধূ দীপিকা। যিনি বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন বাংলার তিরন্দাজ অতুন দাসের সঙ্গে। দুজনের ১৯ মাসের কন্যাসন্তানও রয়েছে।
তবে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সব সমালোচনার জবাব দিচ্ছেন দীপিকা। বুধবার নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে (Quinty Roeffen) ৬-২ সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দীপিকা। আগামীকাল, বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি।
যদিও এদিন সেরা ছন্দে ছিলেন না দীপিকা। প্রথম রাউন্ডে শ্যুট অফের স্নায়ুর চাপ সামলাতে হয় তাঁকে। পরপর দুটি রাউন্ডে জেতেন দীপিকা। প্রথম সেটে দুটি ১০ ও একটি ৯ পয়েন্ট অর্জন করে জেতেন দীপিকা। যদিও কুইন্টি রোফেন একটি ১০ ও দুটি ৯ পয়েন্ট মেরে চাপে রাখেন দীপিকাকে। দ্বিতীয় সেটে তিনটি ৯ পয়েন্ট মেরেও হেরে যান দীপিকা। ২টি ১০ মেরে ২-২ করেন কুইন্টি রোফেন।
তৃতীয় সেটে অবশ্য হাসতে হাসতে জেতেন দীপিকা। এমনকী, একটি ৭ পয়েন্ট মারার পরেও। কারণ, কুইন্টি রোফেনের একটি তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে চাঁদমারির বাইরে যায়। মাত্র ২৫ পয়েন্ট পেলেও সেই সেটটি তাই জিতে যান দীপিকা। ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে।
প্রথম ম্যাচে বিশ্বের ১৪ নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারীকে টাইব্রেকারে লড়তে হয়। টাইব্রেকারে ৯ পয়েন্ট মারেন তিনি। এস্তোনিয়ার রিনা পার্নাত তার বেশি পয়েন্ট পেলেই অঘটন ঘটাতেন। তবে পার্নাত ৮ পয়েন্ট অর্জন করেন। দীপিকা ম্যাচ জিতে নেন।
মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে অঙ্কিতা ভকত হেরে বিদায় নেন। তবে মহিলাদের তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে নিজের ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ১৮ বছরের ভজন কৌর। পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ ৩২-এ হেরে বিদায় নিয়েছেন ভারতের ধীরজ বোম্মাদেবারা।
আরও পড়ুন: মাত্র ৩৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।