প্যারিস: ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে দু-দুটি অলিম্পিক্স পদক জেতার নজির রয়েছে পি ভি সিন্ধুর (PV Sindhu)। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আগে পর্যন্ত ভারতের মহিলা অ্য়াথলিটদের মধ্যে যে কৃতিত্ব একমাত্র সিন্ধুরই ছিল। তবে চলতি প্যারিস গেমসে সেই নজিরে ভাগ বসিয়েছেন মনু ভাকের (Manu Bhaker)। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ভারতকে উপহার দিয়েছেন গর্বের মুহূর্ত।
সিন্ধু কি এবার মনুকে ছাপিয়ে যেতে পারবেন? ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে কি অলিম্পিক্স পদক জয়ের হ্যাটট্রিক গড়বেন হায়দরাবাদের শাটলার? সেই সম্ভাবনা জোরাল করে তুললেন সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলেন। গ্রুপ পর্বের ম্যাচে বুধবার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না। ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ স্ট্রেট গেমে হারালেন। গ্রুপ এম-এর শীর্ষস্থান পেলেন সিন্ধু।
বুধবার ব্যাডমিন্টনে ভারতের সুখের দিন। লক্ষ্য সেনও পৌঁছে গিয়েছেন প্রি কোয়ার্টার ফাইনালে। পদক জয়ের অন্যতম দাবিদার, অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার শাটলার জোনাথন ক্রিস্টিকে স্ট্রেট গেমে হারান তিনি।
তবে সিন্ধুর দাপট ছিল আরও বেশি। প্রথম গেমে এস্তোনিয়ার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। মাত্র ১৪ মিনিটে ২১-৫ পয়েন্টে প্রথম গেম জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেম চলে প্রথম গেমের চেয়ে ৬ মিনিট বেশি। ২০ মিনিট। ২১-১০ ব্যবধানে জেতেন সিন্ধু। সব মিলিয়ে ৩৪ মিনিটে ম্যাচ শেষ করে দেন ভারতের তারকা শাটলার। যিনি দশম বাছাই হিসাবে অলিম্পিক্সে নেমেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।