প্যারিস: মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে উঠেই তিনি ইতিহাস গড়েছেন। ভারতের প্রথম শ্যুটার হিসাবে এক অলিম্পিক্সে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের (Manu Bhaker)। তাঁর আগে স্বাধীন ভারতের আর কোনও অ্যাথলিট এক অলিম্পিক্সে (Olympics 2024) জোড়া পদক জেতেননি। তবে বিরল এক কীর্তি গড়ার সুযোগ ছিল মনুর সামনে। তিনি ২৫ মিটার পিস্তলেও পদক জিতলে একই অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক করতেন।
শনিবার মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে একটা সময় দ্বিতীয় স্থানে ছিলেন মনু। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা স্বপ্ন দেখছিলেন, যদি সোনা বা নিদেনপক্ষে রুপো জেতেন মনু।
তবে শেষে হতাশা সঙ্গী হয় তাঁর। চার নম্বরে শেষ করেন। অল্পের জন্য পদক হাতছাড়া হয় হরিয়ানার শ্যুটারের। মনু অবশ্য জানিয়েছেন, তৃতীয় পদক জেতার জন্য কোনও চাপ ছিল না তাঁর ওপর।
মনু বলেছেন, 'আমার তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পরই কোচ বলেন, একটা ব্যাপার জানো কী? ইতিহাস হল ইতিহাস। এখন বর্তমানে থাকো। পরে ভেবে দেখো কী করে কী হল।'
তাঁকে মাটিতে পা রেখে চলায় সাহায্য করেছেন কোচ তথা প্রাক্তন অলিম্পিয়ান যশপাল রানা। কোচকে নিয়ে উচ্ছ্বসিত মনু। বলেছেন, 'যশপাল স্যর আমাকে বর্তমানে থাকতে খুব সাহায্য করেছেন। তৃতীয় পদক জেতার জন্য কোনও চাপ ছিল না তবে আমি নিজে চেয়েছিলাম নিজের সেরাটা দিতে। একটা দারুণ ম্যাচ খেলার চেষ্টা করেছি। অবশ্যই চতুর্থ হওয়াটা ভাল লাগার মতো বিষয় নয়। তবে সব কিছুরই পরের বার বলে একটা বিষয় রয়েছে এবং সেটা আমার জন্যও রয়েছে।'
পরের অলিম্পিক্সের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন মনু। তাঁর কথায়, 'আমার কাছে দুটি পদক রয়েছে এবং পরের বারের জন্য প্রস্তুত হওয়ার যথেষ্ট প্রেরণাও রয়েছে। আমি আরও পরিশ্রম করব যাতে করে পরের অলিম্পিক্সে আরও ভাল ফল করতে পারি।'
আরও পড়ুন: চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, বহুদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগে ভাসলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।