প্যারিস: ব্যাডমিন্টনে ভারতের খুশির দিন প্যারিস অলিম্পিক্সে। পি ভি সিন্ধুর পর প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। সেটাও পদক জয়ের ব্যাপারে অন্যতম ফেভারিট, তৃতীয় বাছাইকে স্ট্রেট গেমে হারিয়ে।       

  


ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি ছিলেন লক্ষ্যর প্রতিপক্ষ। তাঁরে ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের লক্ষ্য।                 


বুধবারের ম্য়াচটি লক্ষ্যর কাছে অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছিল। কারণ, তাঁর প্রতিপক্ষ, ইন্দোনেশিয়ার শাটলার জোনাথন ক্রিস্টি শুধু পদক জয়ের দৌড়ে অন্যতম ফেভারিটই নন, তিনি অলিম্পিক্সে তিন নম্বর বাছাইও। এদিনের ম্যাচ জিতলে প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলার হাতছানি ছিল। হারলে বিদায়। রীতিমতো সরু সুতোর ওপর ঝুলছিল দুই প্রতিপক্ষের ভাগ্য।


প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্রতিপক্ষের। একটা সময় ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। কড়া টক্কর দিচ্ছিলেন জোনাথন ক্রিস্টি। শেষ পর্যন্ত প্রথম গেম জিতে নেন লক্ষ্যই। ২১-১৮ পয়েন্টে।


 






তবে দ্বিতীয় গেমে ভারতীয় শাটলার আরও আগ্রাসী ব্যাডমিন্টন খেলতে শুরু করেন। একটা সময় ১১-৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। গ্রুপ এল-এর ম্যাচে দ্বিতীয় গেম জিতে নেন ২১-১২ পয়েন্টে।           


প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ কে? জানলে ভারতীয় সমর্থকেরা অবশ্য কিছুটা হতাশ হতে পারেন। কারণ, শেষ ষোলোর ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ হতে পারেন ভারতেরই এইচ এস প্রণয় (HS Prannoy)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রণয় জিতলে তাঁর সঙ্গে লক্ষ্যর প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ পড়তে পারে।                                     


আরও পড়ুন: মাত্র ৩৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।