প্যারিস: এই ম্যাচের দুই যুযুধান প্রতিদ্বন্দ্বীর নাম জেনেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অনেকের মন খারাপ হয়ে গিয়েছিল। অলিম্পিক্স ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় - লক্ষ্য সেন (Lakshya Sen) ও এইচ এস প্রণয় (HS Prannoy)। যিনি জিতবেন, কোয়ার্টার ফাইনালের টিকিট পাবেন। যিনি হারবেন, বিদায় নেবেন অলিম্পিক্স (Olympics 2024) থেকে। আর নক আউট ম্যাচে ভারতের দুই শাটলার মুখোমুখি মানে, একজনের অন্তত পদক স্বপ্নের সলিল সমাধি ঘটবে স্বদেশীয়র হাতেই।


হলও তাই। এইচ এস প্রণয়কে দাঁড়াতেই দিলেন না লক্ষ্য সেন। যিনি চলতি প্যারিস অলিম্পিক্সে দুরন্ত ছন্দে রয়েছেন। বৃহস্পতিবার স্বদেশীয় প্রণয়কে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ২১-১২, ২১-৬ গেমে জিতলেন লক্ষ্য। তৃতীয় গেমের প্রয়োজনই পড়ল না আর।


শুক্রবারই শেষ আটের ম্যাচ খেলতে নামবেন লক্ষ্য। প্রতিপক্ষ? চিনা চাইপের চউ তিয়েন চেং। যিনি অলিম্পিক্স ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে ১২তম বাছাই। পদক নিশ্চিত করতে হলে আর ২টি ম্যাচ জিততে হবে লক্ষ্যকে।            


বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ প্রণয়ের বিশ্ব ব়্যাঙ্কিং ছিল ১৩। যেখানে লক্ষ্য এই মুহূর্তে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে রয়েছেন ২২ নম্বরে। যদিও ম্যাচ দেখে মনে হয়েছে, লক্ষ্যের ধারেকাছে নেই প্রণয়। শুরু থেকেই যেন ছন্দে ছিলেন না। চোটও হয়তো ভুগিয়েছে প্রণয়কে। 


প্রথম গেমে শুরুতেই ২-০ এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। প্রণয়ের প্রথম পয়েন্ট নিজের মুন্সিয়ানায় নয়, বরং প্রতিপক্ষের ভুলে। সার্ভিস ভুল করে প্রণয়কে প্রথম পয়েন্ট দেন লক্ষ্য। তারপর ফের দাপট দেখিয়ে ৫-১ এগিয়ে যান লক্ষ্য। শেষ পর্যন্ত ২১-১২ পয়েন্টে প্রথম গেম জেতেন লক্ষ্য।              


 






প্রথম গেমে প্রণয় যদিও বা সামান্যতম প্রতিরোধ গড়ে তুলেছিলেন, দ্বিতীয় গেমে সেটাও পারেননি। ২১-৬ পয়েন্টে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে নেন লক্ষ্য।             






 








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।