প্যারিস: আর্য়াল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) নিজেদের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রাখল ভারতীয় হকি দল (Indian Men's Hockey Team)। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)।


নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে হকিতে অভিযান শুরু করেছিল ভারতীয় দল। আর্জেন্তিনার বিরুদ্ধে পরের ম্যাচে দুই দশক পর অলিম্পিক্সের মঞ্চে পরাজয় এড়ানো গেলেও, জয় আসেনি। ১-১ ড্র হয় ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচেই ফের জয়ের সরণিতে ফিরল ভারতীয় হকি দল। বিশ্বের ১১ নম্বর দলের বিরুদ্ধে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত নিজের অভিজ্ঞতা ও পরিপক্কতার পরিচয় দেন। দুই গোলই আসে তাঁর স্টিক থেকেই। প্রথম কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 


ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল দুরন্ত গতিতে একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তরই আয়ার্ল্যান্ডের ডি বক্সে ভারতীয় তারকাদের আনাগোনা দেখা যায়। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে হরমনপ্রীত দুরন্ত পেনাল্টি স্ট্রোকে দলকে লিড এনে দেন। প্রথম কোয়ার্টার আর কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারেও শুরু থেকেই ভারতীয় দলের দাপট অব্যাহত থাকে। নাগাড়ে তিনটি পেনাল্টি কর্নার পাওয়ার পর, পঞ্চম মিনিটে তৃতীয় কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। এই গোলের সুবাদে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন হরমনপ্রীত। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। জয়হীন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দাপট চোখের দেখার মতো ছিল। 


তবে তৃতীয় কোয়ার্টারে ছবিটা কিন্তু অনেকটাই বদলে যায়। আয়ার্ল্যান্ড শুরু থেকেই আক্রমণ শানায়। পরের পর অনেকগুলি পেনাল্টি কর্নার পায় আয়ার্ল্যান্ড। তবে হয় পরিপক্ক রক্ষণ নয়, না হয় শ্রীজেশের দুরন্ত কিপিংয়ে বারংবারই আটকে যেতে হচ্ছিল আয়ার্ল্যান্ড। কোয়ার্টার শেষটাও পেনাল্টি কর্নার দিয়েই করে আয়ার্ল্যান্ড। কিছুতেই গোল আসেনি।


চতুর্থ কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার পায় আয়র্ল্যান্ড। তবে এক্ষেত্রেও ভারতীয় রক্ষণ তা প্রতিহত করে। ভারতীয় দল সুন্দর পাসিং হকিতে বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়। তবে গোল আসেনি। আয়ার্ল্যান্ডও ম্যাচের একেবারে শেষ অবধি লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু নাগাড়ে তৃতীয় ম্যাচেও হারতে হল তাঁদের।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্যারিসে নতুন ইতিহাস, সরবজোৎ-র সঙ্গে মিলে দ্বিতীয় পদক জিতলেন মনু ভাকের