নয়াদিল্লি: আমন শেরাওয়াত (Aman Sehrawat)। শুক্রবারের আগে পর্যন্ত হয়তো তাঁর নামই শোনেননি অনেকে। তবে শুক্রবার রাতের পর থেকে নায়কের তকমা পাচ্ছেন। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) জিতে নিয়েছেন ভারতের ষষ্ঠ পদক। শুধু তাই নয়, কনিষ্ঠতম ভারতীয় পদকজয়ী হিসাবে ইতিহাসও গড়েছেন আমন। কুস্তিতে ভারতের মানরক্ষাও করেছেন। তিনি ব্রোঞ্জ জেতায় পরপর ৬টি অলিম্পিক্সে কুস্তি থেকে পদক এল ভারতের ঝুলিতে।

  


প্যারিস অলিম্পিক্সে প্রত্যেক পদকজয়ীকেই ফোন করে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমনের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কুস্তিগীরকে ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী। ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরকে তিনি বলেন, 'আপনি সকলের কাছে অনুপ্রেরণা। আপনার জীবন শিক্ষণীয়। ছত্রশাল স্টেডিয়ামকে নিজের ঘরবাড়ি করে নিয়েছিলেন। ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে পদক জিতেছেন আপনি। আপনার সামনে এখনও দীর্ঘ পথ। ভারতকে নিশ্চয়ই আরও আরও আনন্দের মুহূর্ত উপহার দেবেন।'


 






প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমন। বলেছেন, 'প্রত্যেক দেশবাসীর সমর্থন আর আপনার পরিশ্রমের জন্য এই সাফল্য।'


পুরুষদের ফ্রি স্টাইল ৫৭ কেজি বিভাগে পুয়ের্তো রিকোর ডারিয়েন টোই ক্রুজকে হারিয়ে কেরিয়ারের প্রথম অলিম্পিক্স পদক জিতে নিয়েছেন আমন। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে ১৩-৫ ব্যবধানে পরাস্ত করেন তিনি। তাঁর হাত ধরেই ভারতের ঝুলিতে চলে আসে প্যারিস অলিম্পিক্সে ষষ্ঠ পদক। মাত্র ২১ বছর বয়সেই এত বড় সাফল্য পেয়ে স্বভাবতই উজ্জীবিত হরিয়ানার বিরোহারের ২১ বছরের এই পালোয়ান। নিজের আদর্শ রবি দাহিয়াকে পরাস্ত করে অলিম্পিক্সের টিকিট পাকা করেছিলেন আমন।