প্যারিস: প্যারালিম্পিক্সে (Paralympics 2024) আবারও পোডিয়াম ফিনিশ প্রীতির। ২০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল (Preethi Pal)। চলতি প্যারিস প্যারালিম্পিক্সে এটি তাঁর দ্বিতীয় পদক। ভারতের ঝুলিতে ষষ্ঠ পদক এনে দিলেন প্রীতি। পাশাপাশি দিনটা ভারতীয় শাটলারদের জন্যও অত্যন্ত ভাল। ব্যাডমিন্টন থেকে এক, দুই নয়, তিনটি পদক আজই নিশ্চিত করে ফেলল ভারত। 


প্রীতি পাল মহিলাদের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতে ভারতকে প্যারালিম্পিক্সের অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ আগেই এনে দিয়েছিলেন। প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সের ট্র্যাকে ভারতকে পদক জিতিয়ে ইতিহাস গড়েছিলেন প্রীতি। ফের এক পদক জিতলেন তিনি। অবনী লেখারার পর মাত্র দ্বিতীয় ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্ব গড়লেন প্রীতি। তিনি টি৩৫ বিভাগে ২০০ মিটার নিজের কেরিয়ার সেরা ৩০.০১ সেকেন্ডে শেষ করলেন।


 






মণীশা রামাদাস এবং থুলাসিমতি মুরুগেশন, উভয় ভারতীয় মহিলা শাটলারই প্যারালিম্পিক্সের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। দুই ভারতীয়ই ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে কোর্টে নামবেন। ফলে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসইউ ৫ বিভাগ থেকে ভারতের অন্তত এক পদকজয় নিশ্চিত। ব্যাডমিন্টনেই ডব্লুএস এসইউ ৫৬ বিভাগে পদকজয়ের থেকে একধাপ দূরে দাঁড়িয়ে নিত্যা সিভান। তিনি পোল্যান্ডের অলিউইয়াকে ২১-৪, ২১-৭ স্কোরলাইনে দাপুটে মেজাজে হারান।


এখানেই কিন্তু ব্যাডমিন্টনে সাফল্য শেষ নয়। ভারতীয় দুই পুরুষ শাটলারও নিজেদের বিভাগের ফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন। ব্যাডমিন্টনের এসএল ৩ বিভাগের ফাইনালে পৌঁছন নীতিশ কুমার। জাপানের ডাইসুকেকে ২১-১৬, ২১-১২ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারান তিনি। ফলে নীতিশেরও অন্তত রুপো জয় সুনিশ্চিত। পুরুষদের এসএল ৪ বিভাগে সুহাস ইয়াথিরাজও ফাইনালে পৌঁছে আরও এক পদক সুনিশ্চিত করে ফেলেছেন। 


এছাড়া পুরুষদের কমপাউন্ড তিরন্দাজির সেমিফাইনালে পৌঁছেছেন রাকেশ কুমার। কানাডার ট্রেম্বলেকে শ্যুট অফে হারান তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারের ঘরের মাঠে সালাদের তাণ্ডব, ইউনাইটেডকে দুরমুশ করল লিভারপুল