মুম্বই: মহিলা হকি দল ইতিহাস গড়ে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠতেই ফের কবীর খানের জুতোয় পা গলিয়ে ফেললেন শাহরুখ খান। এবং ভারতীয় মহিলা হকি দলের কোচ সুর্ড মারেইনকে আর্জি জানালেন, ধনতেরাসের আগে সোনা নিয়ে ফিরতে।


চক দে ইন্ডিয়া। ২০০৭ সালের একটি সিনেমা ভারতীয় হকির ছবিটাই যেন বদলে দিয়েছিল। মীর রঞ্জন নেগির জীবনের ওপর নির্মিত সিনেমায় মহিলা হকি দলের কোচ হয়েছিলেন শাহরুখ। পর্দায় যাঁর নাম হয়েছিল কবীর খান। যিনি নিজের কেরিয়ারের অপ্রাপ্তি-লাঞ্ছনাগুলো মিটিয়ে নিয়েছিলেন কোচ হিসাবে সাফল্য দিয়ে। একটা দলকে কীভাবে এক সূত্রে গেঁথে হকিতে চ্যাম্পিয়ন করেছিলেন কবীর খান, সেই গল্পই বলেছিল চক দে ইন্ডিয়া। পরবর্তীকালে হকি সংক্রান্ত যে কোনও আলোচনায় উঠে এসেছে যে সিনেমার নাম। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছে যে সিনেমার সংলাপ।


সোমবার অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক্স হকির সেমিফাইনালে উঠেছে ভারতের মহিলা দল। প্রথমবারের জন্য। ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দলের কোচ সুর্ড মারেইন টিমবাসে তাঁর দলের প্লেয়ারদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'দুঃখিত আমার পরিবার, বাড়ি ফিরতে আরও দেরি হবে।'


শাহরুখ মজা করে সেই ট্যুইটের জবাব দিয়েছেন। লিখেছেন, 'আরে আরে কোনও সমস্যাই নেই। শুধু বাড়ি ফেরার সময় একটু সোনা নিয়ে এসো। পরিবারের কোটি কোটি সদস্যের জন্য। এবার আবার ধনতেরাস ২ নভেম্বর।' শেষে লিখেছেন, 'প্রাক্তন কোচ কবীর খান...'।



২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ভারতীয় মহিলা দলের কাছে সোনা জয়ের আব্দার করেছেন শাহরুখ। যাতে তাঁর জন্মদিনে উৎসব করতে পারেন। বাজিগরের ট্যুইটটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।


শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা হকি দল। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।


অগ্নিপরীক্ষার ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া।