টোকিও: এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। পুরুষদের টি-৬৪ ইভেন্টে রুপো পেলেন প্রবীণ কুমার। এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক পেল ভারত।
প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘প্যারালিম্পিক্সে রুপো জেতা প্রবীণ কুমারের জন্য গর্ব হচ্ছে। কঠোর পরিশ্রম এবং অতুলনীয় নিষ্ঠার ফলেই তিনি এই ফল পেলেন। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’
১৮ বছর বয়সি প্রবীণ এবারই প্রথম প্যারালিম্পিক্সে যোগ দিয়েছেন। তিনি নতুন এশিয়ান রেকর্ড গড়ে রুপো পেলেন। আজ ফাইনালে ২.০৭ মিটার লাফিয়ে রুপো পেলেন প্রবীণ। ২.১০ মিটার লাফিয়ে সোনা পেলেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডস। ২০.৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতেছিলেন পোল্যান্ডের এই অ্যাথলিট। এবার তাঁকে অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
আরও পড়ুন প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ অবনী লেখারার
যে অ্যাথলিটদের পা দুর্ঘটনা বা অন্য কোনও কারণে বাদ পড়েছে, কৃত্রিম পা নিয়ে হাঁটাচলা করতে হয়, তাঁরাই টি-৬৪ ইভেন্টে যোগ দিতে পারেন। প্রবীণের যে শারীরিক সমস্যা আছে, তাতে তিনি টি-৪৪ ইভেন্টেও যোগ দিতে পারেন, তবে তিনি টি-৬৪ বিভাগেই লড়াই করলেন। সাফল্যও পেলেন এই তরুণ।
প্রথম প্রচেষ্টায় ১.৮৩ মিটার লাফান প্রবীণ। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১.৯৭ মিটার লাফান। এরপর ২.০৪ মিটার লাফান প্রবীণ। এরপর ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড ভেঙে দেন এই ভারতীয় অ্যাথলিট। তবে তিনি ২.১০ মিটার লাফাতে পারেননি। সেই কারণে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে এই তরুণ যে পারফরম্যান্স দেখালেন, তাতে ভবিষ্যতে আরও অনেক সাফল্যের আশা রয়েছে।
এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত দু’টি সোনা, ৬টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এবারের প্যারালিম্পিক্সের আগে পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২। শুধু এবারই ১১টি পদক পেল ভারত। প্যারালিম্পিক্সের ইতিহাসে এবারই ভারতের সবচেয়ে ভাল ফল হল।