টোকিও: ২০১৬-তে দেশের মাটিতে সোনা জিতেছিলেন নেইমাররা। তারপর ফের অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে সোনা জেতার হাতছানি ব্রাজিলের সামনে। বিশ্বকাপ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়নদের কয়েকটি অলিম্পিক্স আগে পর্যন্ত সাফল্য অধরা ছিল। কিন্তু এখন অলিম্পিক্সেও সাম্বার ঝলক দেখা যাচ্ছে। মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া ব্রাজিল দলটি দারুণ পারফরম্যান্স দেখিয়ে টোকিও অলিম্পিক্সের ফাইনালে উঠেছে। শনিবার সোনা জয়ের পথে বাধা স্পেন। লড়াই মোটেই সহজ নয়। কারণ, স্পেনের তরুণ ফুটবলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।


ব্রাজিল ও স্পেনের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল এর আগে কোনওদিন সরকারিভাবে কোনও প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি। এই প্রথম দু’দলের লড়াই হতে চলেছে। সিনিয়র পর্যায়ে ব্রাজিল ও স্পেন এখনও পর্যন্ত ৯বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। স্পেন জিতেছে মাত্র দু’টি ম্যাচে এবং বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। ফলে অলিম্পিক্স ফাইনালে যেমন ব্রাজিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তেমনই আবার স্পেনের তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ।


তরুণদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও আছেন স্পেন ও ব্রাজিলের দলে। দু’দলের তরুণরাও বেশ কিছুদিন ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলছেন। বিশেষ করে স্পেনের বেশ কয়েকজন তরুণ ফুটবলার সদ্য ইউরো কাপে খেলে এসেছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 


চলতি অলিম্পিক্সে ফাইনালে ওঠার পথে চারটি ম্যাচ জিতেছে ব্রাজিল। ড্র একটি ম্যাচ। অন্যদিকে, স্পেন তিনটি ম্যাচ জিতেছে এবং দু’টি ম্যাচ ড্র করেছে। ফলে ফর্মের বিচারে কিছুটা হলেও এগিয়ে ব্রাজিল। তবে ফাইনালে ভাল খেলে তবেই জিততে হবে। যে দল নিজেদের সেরা খেলা মেলে ধরতে পারবে, তারাই জয় ছিনিয়ে নেবে। 


ফাইনালের আগে ব্রাজিল ও স্পেনের পক্ষে ভাল খবর হল, কারও চোট বা কার্ডের সমস্যা নেই। গোলের জন্য রিচার্লিসনের দিকে তাকিয়ে ব্রাজিল। স্পেনের ভরসা মিকেল অয়ারজাবাল। কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে গিয়েছে ব্রাজিল। স্পেন ইউরো কাপের ফাইনালেই পৌঁছতে পারেনি। ফলে দু’দলই এবার অলিম্পিক্সে সোনা জিততে মরিয়া।