টোকিও: বুধবার টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। সকাল সাড়ে ছটা থেকে শুরু হবে ভারতীয় মহিলা দলের সঙ্গে গ্রেট ব্রিটেনের ম্যাচ।


তবে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আরও বেশি করে টেলিভিশনের পর্দায় নজর রাখবেন সকাল সাড়ে সাতটায়। কারণ, ব্যাডমিন্টনে নামছেন পদক জয়ের অন্যতম দাবিদার পি ভি সিন্ধু। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসাবেই নামবেন ভারতীয় শাটলার। দুপুর আড়াইটেয় পুরুষ সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ভি মার্ক কালঝাওয়ের বিরুদ্ধে নামছেন বি সাই প্রণীথ।


পরীক্ষা রয়েছে তিরন্দাজিরও। সকাল সাড়ে সাতটায় পুরুষদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ ইউক্রেনের ওলেকস্লি হানবিনের সঙ্গে লড়াই ভারতের তরুণদীপ রাইয়ের। সেই ম্যাচে জিতলে সকাল ৮টা বেজে ১০ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন তরুণদীপ। বেলা ১২.৩১-এ পুরুষদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ গালসান বাজ়ারঝাপোভের বিরুদ্ধে নামছেন ভারতের প্রবীণ যাদব। সেই ম্যাচে জিতলে দুপুর ১টা বেজে ২২ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন প্রবীণ।


মহিলা তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে নামবেন দীপিকা কুমারী। মহিলাদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ ভুটানের বি কর্মার বিরুদ্ধে দীপিকার ম্যাচ দুপুর ২টো বেজে ১৪ মিনিটে। সেই ম্যাচে জিতলে দুপুর ২টো বেজে ৫৩ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন দীপিকা।


অন্যদিকে, সকাল ৮টায় রোয়িংয়ে পুরুষদের ডাবল স্কালসের সেমিফাইনালে নামবেন ভারতের অর্জুন লাল ও অরবিন্দ সিংহ। সকাল ৮টা বেজে ৩৫ মিনিটে সেইলিংয়ে পুরুষদের স্কিফ ৪৯ ইআর বিভাগে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রেস ভারতের কে সি গণপতি ও বরুণ ঠক্করের।


বক্সিংয়ে মহিলাদের মিডলওয়েট বিভাগের রাউন্ড অফ ১৬-তে নামছেন ভারতের পূজা রানি। তাঁর প্রতিপক্ষ ইচরাক চাইবে।


মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে ভারত।