টোকিও : পিভি সিন্ধু, অতনু দাসের হাত ধরে দিনের শুরুটা দুরন্ত হলেও পদকপ্রত্যাশার আশায় বড় হোঁচট খেতে হয়েছে সন্ধে গড়ানোর আগেই। 'বিতর্কিত' পয়েন্ট গণনার জেরে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে মেরি কমকে। ভালো-মন্দে মেশানো দিনে পদকতালিকার চাকা না ঘুরলেও তা ঘোরার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অলিম্পিক্সের শুক্রবার। কারণ, এদিন তিন কন্যার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে পদকতালিকায় ভারতের ভাগ্য। প্রথমজন দীপিকা কুমারী, দ্বিতীয়জন পিভি সিন্ধু, আর তৃতীয়জন লভলিনা বরগোহাইন। 


ভারতীয় সময় সকাল ৬ টায় মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে কেসেনিয়া পেরোভার বিরুদ্ধে নামবেন দীপিকা। দুরন্ত ছন্দে থাকা দীপিকা যে ম্যাচে জিততে পারলে পদকের লক্ষ্যে আরও একটু এগোবেন। কারণ, শুক্রবারই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজি ইভেন্টে সেমিফাইনাল ও ফাইনাল ভারতীয় সময় শুক্রবার দুপুরে। ১২.১৫-৩০'তে সেমিফাইনাল ও ১-১.১৫'তে ফাইনাল। পাশাপাশি ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়ার পর আগামীকাল দুপুরে অলিম্পিক্সে মহিলাদের ব্যক্তিগত ব্যডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। যে ম্যাচে তাঁর প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি। দুপুর ১টা ১৫ থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। এই ম্যাচে জিতলেই কার্যত টানা দ্বিতীয় অলিম্পিক্সে পদকজয় নিশ্চিত করে ফেলবেন রিও অলিম্পিক্সে রুপোজয়ী পুসরলা ভেঙ্কাটা সিন্ধু।


সকাল ৮ টা ৫০ নাগাদ পদক নিশ্চিত করার লড়াই লভলিনা বরগোহাইনের। মহিলাদের ৬৪ থেকে ৬৯ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চাইনিজড তাইপেইয়ের নিয়েন চিনের বিরুদ্ধে খেলতে নামছেন উত্তর-পূর্বের এই বক্সার। যে ম্যাচে জিততে পারলেই ভারতের ঝুলিতে পদক নিশ্চিত। শুটিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ দিনটি। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে নামছেন মানু ভাকের ও রাহি সার্নোবত। ভোর চারটের সময় গলফের স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে খেলতে নামবেন বাংলার অনির্বাণ লাহিড়ী। সকাল ৮টা ১৫ মিনিটে পুল এ-র ম্যাচে নামছে ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতীয় পুরুষ হকি দল দুপুর ৩ টেয় খেলতে নামবে জাপানের বিরুদ্ধে।