মুম্বই : অলিম্পিক্সের সফল ক্রীড়াবিদদের সাফল্যকে সম্মান জানাতে পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দেওয়া হবে। এবারের টোকিওতে ভারতের দুই রুপোজয়ী অ্যাথলিট মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়াকে দেওয়া হবে ৫০ লক্ষ করে আর্থিক পুরস্কার। পাশাপাশি পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই ও বজরং পুনিয়ার জন্য ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ভারতীয় পুরুষ হকি দলকে দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা। বিসিসিআইয়ের সচিব জয় শা ট্যুইট করে যে খবর জানিয়েছেন। পাশাপাশি যে ট্যুইটে তিনি ট্যাগ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।


ইতিমধ্যে ঘরের ছেলের জগৎজোড়া নজিরকে স্মরণীয় করে রাখতে নীরজ চোপড়ার জন্য ৬ কোটি টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। পাশাপাশি ভারতীয় সেনায় সুবেদার পদে কর্মরত নীরজের জন্য সরকারি চাকরির ঘোষণাও করা হয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। রুপো ও ব্রোঞ্জজয়ী বিভিন্ন অ্যাথলিটদের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দেশ তথা তাদের রাজ্যের নাম উজ্জ্বল করার  জন্য তাদের রাজ্যের তরফেও বাড়িয়ে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কারের আশ্বাস। তবে যেভাবে বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিসিআই ভারতীয় অ্যাথলিটদের সাফল্যকে কুর্নিশ জানাতে এগিয়ে এসেছে, তাঁর প্রশংসা সব মহলে।



২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার পর অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে সোনা এনে দিয়েছেন কোনও ক্রীড়াবিদ। পাশাপাশি স্বাধীন ভারতের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম কোনও খেলোয়াড় দ্য গ্রেটেস্ট শো অন আর্থে বিশ্বসেরা হয়েছেন নীরজ কুমার। কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই জ্যাভলিনের ফাইনালের মঞ্চে ৮৭.৫৮ মিটার ছুড়ে ভারতের জন্য ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ। পাশাপাশি বাকি অ্যাথলিটরাও যেভাবে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তাতে গর্বিত গোটা দেশ।