Tokyo Olympic 2020 Live: আলো, আতসবাজির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে
Tokyo Olympic 2020 LIVE: করোনা আবহেই আজ অলিম্পিক্সের বোধন, দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠান
মশাল হাতে অলিম্পিক্সের আলোকজ্যোতি প্রজ্বলিত করলেন জাপানের ঘরের মেয়ে তথা আন্তর্জাতিক টেনিস সুপারস্টার নাওমি ওসাকা। মহিলাদের টেনিস এই মুহূর্তে ভীষণ জনপ্রিয় মুখ ওসাকা। (ছবি সৌজন্যে টোকিও অলিম্পিক্সের ট্যুইটার)
অলিম্পিক্সে প্রথমবার দক্ষিণ আফ্রিকার এসয়াতিনি দেশের অ্যাথলিটরা অংশ নিয়েছে। এটা নতুন কোনও দেশ নয়। দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ডের নতুন নামই এসয়াতিনি। ২০১৮ থেকে এই নতুন নামকরণ হয়েছে।
টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে স্টেডিয়ামে প্রবেশ করল ভারতীয় ভারতীয় দল। জাতীয় দলের পতাকা বহন করছেন মেরি কম ও মনপ্রীত সিংহ। এই নিয়ে ২৫ তম বার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে চলেছে ভারতীয় দল।
টোকিও অলিম্পিক্সের উদ্বােধনী অনুষ্ঠান শুরু। স্টেডিয়ামের চারধার থেকে ফায়ারওয়ার্কস। আলোয়, আতসবাজির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল টোকিও অলিম্পিক্সের। জাপানি মিউজিকের আবহ চারিদিকে। আয়োজক দেশ জাপানের জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে এলেন সে দেশের অ্যাথলিটরা।
অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। অলিম্পিক্সের উদ্বােধনী মঞ্চ সেজে উঠেছে দুর্দান্তভাবে। তবে করোনার জন্য এই প্রথমবার দর্শক শূন্য গ্যালারি থাকছে উদ্বােধনী অনুষ্ঠানে। ( ছবি সৌজন্যে অলিম্পিক্স ট্যুইটার)
মাস্ক পরে তেরঙ্গা হাতে ছবি তুললেন মনপ্রীত সিংহ ও মেরি কম। এই দুই অ্যাথলিটই এবার জাতীয় পতাকা বহন করবেন অলিম্পিক্সে ভারতের হয়ে। হকিতে ভারতের অধিনায়ক মনপ্রীত। অন্যদিকে মহিলাদের বক্সিংয়ে পদক জয়ের অন্যতম দাবিদার মেরি। (ছবি সৌজন্যে হকি ইন্ডিয়া)
আর কিছুক্ষণ পরেই টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। তার আগেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন সমর্থকরা। যদিও করোনার জন্য স্টেডিয়ামে ঢোকা বারণ, কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষরা সবাই ভিড় করেছেন স্টেডিয়ামের বাইরেই। মোবাইলে ক্যামেরাবন্দিও করছেন ছবি অনেকেই। ভারতের হয়ে জাতীয় পতাকা ধরতে দেখা যাবে মেরি কম ও মনপ্রীত সিংহকে। মোট ২০ জন ভারতীয় অ্যাথলিট মার্চ পাস্টে হাঁটবেন।
গত বছর করোনার জন্য় অলিম্পিক্স পিছিয়ে গিয়েছিল। চলতি বছর শুরুর আগেও একইভাবে প্রচুর বিতর্ক হয়েছিল এত বড় টুর্নামেন্ট আয়োজন ঘিরে। কিন্তু এরপরও আয়োজকরা টুর্নামেন্ট আয়োজন করতে উদ্যোগী হয়েছেন। জাপানের মানুষ কোনওভাবেই এই টুর্নামেন্ট আয়োজন হোক তাঁদের দেশে এই পরিস্থিতিতে, এমনটা চান না। কারণ এর ফলে করোনার প্রকোপ ফের বেড়ে যাবে বলেই মনে করেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালেও এই নিয়ে বিরোধীতা চলছে দেশব্যাপী।
টোকিও অলিম্পিক্সে করোনার কোপ যেন কমতেই চাইছে না। বৃহস্পতিবারও নতুন করে ১৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এই নিয়ে অলিম্পিক্স শুরুর আগেই করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেল।
তিরন্দাজির মিক্সড ডাবলসে দীপিকা কুমারীর পার্টনার প্রবীণ যাদব। পুরুষদের ক্রমতালিকায় অতনু দাস ৩৫ নম্বর স্থানে রয়েছেন। সেখানে প্রবীণ যাদব ৩১ নম্বর স্থানে ছিলেন। মিক্সড ডাবলসে ভারতীয় দল নবম স্থানে রয়েছে।
হতাশ করল ভারতীয় পুরুষ তিরন্দাজরা। পুরুশষদের ব্যক্তিগত র্যাঙ্কিং ইভেন্টে ৬৫৬ পয়েন্ট পেয়ে প্রবীণ যাদব দখল করেছেন ৩১ তম স্থান। ৬৫৩ পয়েন্ট পেয়ে অতনু দাস দখল করেছেন ৩৫ তম স্থান। ৬৫২ পয়েন্ট পেয়ে তরুণদীপ রাই দখল করেছেন ৩১ তম স্থান।
একটু পরেই শুরু হবে ভারতীয় পুরুষ তিরন্দাজ দলের ব্যক্তিগত র্যাঙ্কিং প্রতিযোগিতা। অতনু দাস পেয়েছেন টার্গেট ২০এ, প্রবীণ যাদব পেয়েছেন ২২এ ও তরুণদীপ রাই পেয়েছেন ২৪এ টার্গেট
ভারতীয়রা অলিম্পিক্সে নামার আগেই পুরস্কার ঘোষণা করল আইওএ। সোনা জিতলে পুরস্কার ৭৫ লক্ষ টাকা। রুপোর জন্য ৪০ লক্ষ, ব্রোঞ্জে পুরস্কার ২৫ লক্ষ টাকা। প্রত্যেক প্রতিযোগীকে ১ লক্ষ টাকা।
টোকিও অলিম্পিক্সে ভাল শুরু ভারতীয় তিরন্দাজ দলের। ব্যক্তিগত বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে ৯ নম্বরে দীপিকা কুমারী। তিনি পেয়েছেন ৬৬৩ পয়েন্ট। এর ফলে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তুলনামূলকভাবে সহজ প্রতিদ্বন্দ্বী পাবেন দীপিকা। র্যাঙ্কিং রাউন্ডেই ৬৮০ পয়েন্ট পেয়ে অলিম্পিক্স রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আন সন। কোয়ার্টার ফাইনালে আন সনেরই মুখোমুখি হওয়ার কথা দীপিকার।
প্রেক্ষাপট
টোকিও: করোনা আবহেই আজ অলিম্পিক্সের বোধন। দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠান। তবে, সিন্ধুদের ছাড়াই অনুষ্ঠানে মার্চ পাস্টে নামবে ভারতীয় দল।
টোকিও অলিম্পিক্স শুরুর আগের দিন করোনা আতঙ্কে এবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন ভারতীয় অ্যাথলিটরা। মাত্র ২৮ জন অ্যাথলিট মোট মার্চ পাস্টের অনুষ্ঠানে হাঁটবেন।
যে কোনও দেশের যা সবচেয়ে কম সংখ্যক প্রতিনিধি। ভারতের হয়ে জাতীয় পতাকা ধরতে দেখা যাবে হকিতে ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহকে।
যদিও আর কেউ হকি দল থেকে থাকবেন না এই মার্চ পাস্টে। শ্যুটিং, ব্যাডমিন্টন, আর্চারি ও হকি দলের খেলা রয়েছে পরের দিনই। তাই এই দলের কোনও অ্যাথলিটকেই দেখতে পাওয়া যাবে না অনুষ্ঠানে। মার্চ পাস্টের তালিকায় ২১ নম্বরে রয়েছে ভারতীয় দল।
মার্চ পাস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে হকি থেকে একজনকে, বক্সিংয়ে ৮জন, টেবিল টেনিসে ৪জন, রোয়িংয়ে ২জন, জিমন্যাস্টে ১জন, সাঁতারে ১জন, সেইলিংয়ে ১জন, ফেন্সিংয়ে ১জন ও ৬ অফিশিয়ালকে।
মহিলাদের মধ্যে জাতীয় পতাকা হাতে নিয়ে মার্চ পাস্টে হাঁটতে দেখা যাবে মেরি কমকে। কোচেদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের টোকিও অলিম্পিক্সে মোট ১২৫ জন ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন।
এদিকে, ভারতীয়রা অলিম্পিক্সে নামার আগেই পুরস্কার ঘোষণা করল আইওএ। সোনা জিতলে পুরস্কার ৭৫ লক্ষ টাকা। রুপোর জন্য ৪০ লক্ষ, ব্রোঞ্জে পুরস্কার ২৫ লক্ষ টাকা। প্রত্যেক প্রতিযোগীকে ১ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -