প্যারিস: আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাঁর দাবি প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (Court of Arbitration for Sports) জানিয়ে দিয়েছে, বিনেশ ফোগতকে (Vinesh Phogat) যুগ্ম রুপোজয়ী ঘোষণা করা যাবে না। যা শুনে ভেঙে পড়েছেন ভারতের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। যাঁরা হা পিত্যেশ করে বসেছিলেন এই অপেক্ষায় যে, হয়তো শেষ মুহূর্তে কোনও চমক রয়েছে। হয়তো বিনেশের দাবি মেনে নেওয়া হবে। ভারতের ঝুলিতে আসবে আরও একটি পদক - রৌপ্য পদক।


ভক্ত, অনুরাগীদের মতোই মন খারাপ বিনেশেরও। ক্যাসের রায় ঘোষণার পর থেকে যিনি নীরবই ছিলেন। কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন বিনেশ। সেখানে দেখা যাচ্ছে, কুস্তির ম্যাটের ওপর চিৎ হয়ে শুয়ে বিনেশ। যেন ম্যাচ হেরে গিয়েছেন। কপালে দুই হাত। যেন মানসিকভাবে কতটা ভেঙে পড়েছেন, সেই ছবি তুলে ধরেছেন নিজের ওয়ালে।


আর বিনেশের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই জানিয়েছেন, ভেঙে পড়ার কোনও কারণ নেই। গোটা দেশ তাঁর পাশে রয়েছে। মন্তব্য করেছেন অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা অনেকেও। টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা যেমন। লিখেছেন, 'তুমি আমাদের অনুপ্রেরণা বোন। সবরকম বাহবা তোমার প্রাপ্য। ভারতের রত্ন তুমি। গোটা দেশকে তুমি দেখিয়েছো, আবেগ আর নিষ্ঠা নিয়ে স্বপ্নকে তাড়া করা কাকে বলে।'


 






দীপা কর্মকার থেকে শুরু করে অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, সকলেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা বিনেশের পাশেই রয়েছেন কঠিন এই সময়ে।


ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, ক্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করা হতে পারে। এ ব্যাপারে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পি টি ঊষা.। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। বিনেশ ফোগতের কেসে চেষ্টার কোনও কসুর রাখতে চায় না আইওএ।


আরও পড়ুন: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।