নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে প্রতিভার প্রতি সুবিচার করতে না পারা কোনও ক্রিকেটারের নাম করতে হলে সবার আগে থাকবেন অম্বাতি রায়াডু। বিদ্রোহী লিগে খেলা থেকে শুরু করে একাধিকবার বিপক্ষ দলের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে বচসা, এমনকী, এবারের বিশ্বকাপে চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, বারবার বিতর্কে জড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভাল খেলার লক্ষ্যে গত বছর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করলেন রায়াডু।

২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে বিসিসিআই-এর কোপে পড়েন রায়াডু। ২০০৯ সালে অবশ্য যে ৭৯ জন ক্রিকেটার মূলস্রোতে ফিরে আসার সুযোগ পান, তাঁদের মধ্যে তিনিও ছিলেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হলেও, টেস্ট খেলার সুযোগ মেলেনি রায়াডুর।

কয়েকমাস আগেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, চার নম্বরে তাঁর পছন্দের ব্যাটসম্যান রায়াডু। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পান অলরাউন্ডার বিজয় শঙ্কর। প্রধান নির্বাচক বলেন, ত্রিমাত্রিক দক্ষতার জন্যই বিজয়কে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। রায়াডুকে রাখা হয় স্ট্যান্ডবাই তালিকায়। এরপরেই প্রসাদকে কটাক্ষ করে রায়াডু ট্যুইট করেন, ‘বিশ্বকাপ দেখার জন্য ত্রিমাত্রিক চশমা কিনছি।’ চোট পেয়ে শিখর ধবন, বিজয় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, তাঁদের পরিবর্ত হিসেবে সুযোগ পাননি রায়াডু। এরপরেই তিনি অবসর ঘোষণা করলেন।