মুম্বই: তিনি ভারতীয় দলের (Team India) সেরা পেস-অস্ত্র। সারা বছর টানা ক্রিকেট খেলার ধকল যাতে তাঁকে কাবু করে না ফেলে, সেই জন্য আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা।


তিনি, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ক্রিকেট থেকে সাময়িক এই বিরতি উপভোগ করছেন। স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganesan) নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন নীল নির্জনে। সমুদ্রবক্ষে নৌকাবিহার করতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে।


তারকা দম্পতি কারণ, বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার। আর তাঁর স্ত্রী সঞ্জনা নামী সঞ্চালিকা। একটি প্রথম সারির ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কাজ করেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র হয়েও বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন।


বৃহস্পতিবার দম্পতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি আপলোড করেছে। সেখানে দুজনকেই দেখা যাচ্ছে ছুটির মেজাজে। বুমরা পরেছেন ডেনিম জিন্স। সঙ্গে সাদা গোলগলা টি-শার্ট। সঞ্জনাও ডেনিম জিন্স। সঙ্গে ঢিলেঢালা শার্ট। দুজনের চোখেই রোদচশমা। ছবিতে দুজনকে দেখা যাচ্ছে নীল সমুদ্রের বুকে নৌকাবিহার করতে। সঞ্জনা ছবির ক্যাপশনে লিখেছেন, 'নৌকার ওপর আমি বেশি নাটকীয় হয়ে যাই'। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।




ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে বুধবার রাতে। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন রোহিত শর্মা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে। তবে ২ ফর্ম্যাটের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাকে।


ওয়ান ডে দলে ফিরে এসেছেন কুলদীপ যাদব। এছাড়া প্রথমবারের জন্য জাতীয় দলের ২ ফর্ম্যাটেই ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছেন আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছেন ভুবনেশ্বর কুমারকে। যদিও তিনি জায়গা পাননি ওয়ান ডে দলে। রবীন্দ্র জাডেজাকে এখনও চোটের জন্য এনসিএ থেকে ফিট রিপোর্ট দেওয়া হয়নি। তাই তাঁকে আপাতত সিরিজের বাইরেই রাখা হয়েছে।


আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর ইডেনে হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই প্রথমবার সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা।


প্রয়াত ১৯৬৪ অলিম্পিক্সে সোনাজয়ী হকি দলের অধিনায়ক চরণজিৎ সিংহ