দেখুন, ফের ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধিমান, ধরলেন অসাধারণ ক্যাচ
Web Desk, ABP Ananda | 16 Apr 2017 03:52 PM (IST)
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ব্যাট হাতে পারফরম্যান্স মাঝারি হলেও, গ্লাভস হাতে বরাবরের মতোই নির্ভরতার প্রতীক ঋদ্ধিমান সাহা। গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও দুর্দান্ত কিপিং করলেন বাংলার এই উইকেটকিপার। ‘সুপারম্যান’ হয়ে উঠে অসাধারণ একটি ক্যাচও ধরলেন তিনি। দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান করুণ নায়ার কিংস ইলেভেন পঞ্জাবের পেসার বরুণ অ্যারনের একটি বল ফ্লিক করে ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন। কিন্তু বলটি নায়ারের গ্লাভসে লেগে বাউন্ডারির দিকে যাওয়ার আগেই বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরে নেন ঋদ্ধিমান। ভারতীয় দলের হয়ে বেশ কয়েকবার অসাধারণ ক্যাচ ধরেছেন ঋদ্ধিমান। আইপিএল-এও সেই পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। দেখুন, ঋদ্ধিমানের সেই অসাধারণ ক্যাচ IPL Wriddhiman Catch