নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দেখাতে যেতে পারে ভিন্টেজ যুবি ও ধোনির ঝলক। এ কথা বলেছেন কামব্যাক ম্যান যুবরাজ সিংহ। যুবি বলেছেন, ক্যাপ্টেন্সি ছেড়ে অনেকটাই খোলামনে খেলতে পারবেন মহেন্দ্র সিংহ ধোনি। তাই এবার তাঁদের যুগলবন্দীতে সেই পুরানো দিনের ঝলক দেখা যেতে পারে। তাঁদের ভয়ডরহীন ক্রিকেট অনুরাগীদের ফের মাতোয়ারা করতে পারে বলেই মনে করছেন যুবি।
বিসিসিআইটিভি-কে বলেছেন, ‘এটা অনেকটা পুরানো দিনে ধোনির সঙ্গে খেলার মতো হবে। যখন আমরা কেরিয়ার শুরু করেছিলাম। এটা ঠিক যে, আমি ওর থেকে অনেকটা আগে শুরু করেছিলাম (উল্লেখ্য, যুবির অভিষেক ঘটেছিল ২০০০ সালে। আর ধোনির অভিষেক হয় ২০০৪ সালে)। কিন্তু ওই সময় আমরা ভয়ডরহীন ক্রিকেটই খেলতাম। এবারও সেই খেলাটাই আসন্ন সিরিজে খেলতে পারি’।
উল্লেখ্য, ধোনির বিশ্বকাপ জয়ী (২০০৭-এর টি-২০ এবং ২০১১-এর একদিনের বিশ্বকাপ) জয়ী দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন যুবি।
ভারতীয় ক্রিকেটে ধোনির অসাধারণ অবদানের কথাও স্মরণ করেছেন যুবি। তাঁর কথায়, ‘ধোনি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ধোনি যে অবদান রেখেছেন তা ভোলার নয়। যুবি বলেছেন, আমরা এক নম্বর দল হিসেবে দুদুটি বিশ্বকার জিতেছিলাম। কতজন অধিনায়কের এই রেকর্ড রয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই। ও খুবই শান্ত ও সংযমী’।
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত ধোনি নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন যুবি। তিনি বলেছেন, ‘এটা খুবই ভালো সিদ্ধান্ত। ও নিশ্চয় বুঝেছে, পরের জনকে দায়িত্ব ছেড়ে দিতে হবে যে ২০১৯ বিশ্বকাপের জন্য নিজের মতো করে দল তৈরি করবে। আর সেটা ও দেখেছে বিরাট কোহলির মধ্যে। আমি মনে করি, খেলোয়াড় হিসেবে দলকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ধোনির’।
ধোনির উত্তরসূরী কোহলির প্রশংসাতেও পঞ্চমুখ যুবরাজ। তিনি বলেছেন, ‘চোখের সামনে ওকে বড় হতে দেখেছি। যত দিন গিয়েছে ততটাই উন্নতি করেছে ও। কোহলি ওর পারফরম্যান্সের মাধ্যমে দলের অন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে’।
বিরাট ভারতীয় ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেবে বলেও আশা প্রকাশ করেছেন যুবরাজ।
‘পুরানো দিনের ভয়ডরহীন ধোনি-যুবরাজকে ফের দেখা যেতে পারে’
ABP Ananda, web desk
Updated at:
09 Jan 2017 07:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -