গুয়াহাটি: আগামী বছরের বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজ মহেন্দ্র সিংহ ধোনির জন্য গুরুত্বপূর্ণ। এমনই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমি জানি না ভারতীয় দল বিশ্বকাপের জন্য কী কম্বিনেশনের কথা ভাবছে। তবে আমি নিশ্চিত, বিশ্বকাপে ধোনি ভাল খেলবে। এই সিরিজ ওর কাছে খুব বড়।’
এ বছর ১৫টি আন্তর্জাতিক ম্যাচে ১০ বার ব্যাট করার সুযোগ পেয়েছেন ধোনি। তাঁর গড় ২৮.১২ এবং স্ট্রাইক রেট ৬৭.৩৬। এবারের এশিয়া কাপে চার ইনিংসে ১৯.২৫ গড়ে তাঁর মোট রান ৭৭। স্ট্রাইক রেট ৬২.০৯। ইংল্যান্ডে এখনও পর্যন্ত ২০টি একদিনের ম্যাচ খেলে একটিও শতরান করতে পারেননি তিনি। গড় ৩৮.০৬। তা সত্ত্বেও সৌরভের আশা, বিশ্বকাপে ধোনির ভাল পারফরম্যান্স দেখা যাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজ ধোনির জন্য গুরুত্বপূর্ণ, বলছেন সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 08:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -