রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের নিমন্ত্রণ করে শুধু পানীয় ও বাদাম খাইয়েই ছেড়ে দিল ব্রাজিলের ভারতীয় দূতাবাস। যার জেরে সারারাত না খেয়েই কাটাতে বাধ্য হলেন খেলোয়াড়রা। দূতাবাস কর্তৃপক্ষের এই ভূমিকায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।
ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ক্রীড়া বিভাগের সচিব রাজীব যাদব চিঠি দিয়ে ভারতীয় অ্যাথলিটদের নিমন্ত্রণ করেছিলেন। একটি ক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুরুষ ও মহিলা হকি দলের সদস্যরা গিয়েছিলেন। নিমন্ত্রণ যখন করা হয়েছে, তখন খাবার দেওয়া হবে আশা করে গেমস ভিলেজে রাতের খাবার না রাখতে বলে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে খাবার জুটল না।
হকি দলের এক সদস্য বলেছেন, ‘আমরা গেমস ভিলেজে না খেয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। আশা করেছিলাম রাতের খাবার দেওয়া হবে। কিন্তু আমাদের শুধু বিয়ার, ঠান্ডা পানীয় আর বাদাম দেওয়া হল। আমরা খুব হতাশ হয়েছি।’
ভারতীয় দলের শ্যেফ দ্য মিশন রাকেশ গুপ্ত বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, তিনি অল্প সময়ের জন্য ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। ফলে কী হয়েছে তাঁর জানা নেই। হকি খেলোয়াড়রাই ভাল বলতে পারবেন।
ভারতীয় দলের চিফ মেডিক্যাল অফিসার পবনদীপ সিংহ কোহলি খাবারের বন্দোবস্ত না থাকার কথা স্বীকার করেছেন। তবে একইসঙ্গে তাঁর দাবি, অনুষ্ঠান খুব ভাল হয়েছে।
ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে খাবার পেলেন না অ্যাথলিটরা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2016 03:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -